বিজ্ঞাপন

চিলমারীতে ভাসমান তেল ডিপো স্থায়ী করার দাবিতে মানববন্ধন

September 21, 2018 | 6:15 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

কুড়িগ্রাম: জেলার চিলমারী উপজেলায় চিলমারী ভাসমান তেল ডিপো ‘লোকসান দেখিয়ে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা’র প্রতিবাদ ও ডিপো স্থায়ী করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) চিলমারী উপজেলার জোড়গাছ পুরাতন বাজার এলাকায় চিলমারী জ্বালানি তেল ব্যবসায়ী সমবায় সমিতি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সমিতির সভাপতি মতিয়ার রহমান ফুলবাবু, তেল ডিলার জোবাইদুল ইসলাম সুইট, মাঈদুল ইসলাম, আনোয়ার হোসেন বাদল প্রমুখ। এসময় বক্তারা, ভাসমান তেল ডিপো স্থায়ী করাসহ অতি দ্রুত জ্বালানি তেল সরবরাহ করা ও দুর্নীতিবাজ কোম্পানি কর্মকর্তাদের অপসারণ দাবি করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ১৯৮৯ সালে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীনে থাকা যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ও মেঘনা পেট্রোলিয়াম করপোরেশনের দুটি বার্জ নিয়ে চিলমারীর ব্রহ্মপুত্র নদে ভাসমান তেল ডিপো প্রতিষ্ঠিত হয়। সে সময় থেকে এ ভাসমান তেল ডিপোর মাধ্যমে উত্তরাঞ্চলের কৃষক, ক্ষুদ্রশিল্প উদ্দ্যোক্তা ও ব্যবসায়ীরা সহজেই ব্যবহারযোগ্য জ্বালানি তেল পেত। বর্তমানে প্রায় চার মাস ধরে ডিপো দুটি তেল শুন্য পড়ে আছে।

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন