বিজ্ঞাপন

চীনে কয়লা খনি ধসে ২১ জনের মৃত্যু

January 13, 2019 | 12:10 pm

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

চীনের উত্তরাঞ্চলে একটি কয়লা খনির ছাদ ধসে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর খনির ৬৬ জন কর্মীকে উদ্ধার হয়েছে। শনিবার (১২ জানুয়ারি) সানসি প্রদেশের লিজিয়াগোউ কয়লাখনিতে এই ঘটনা ঘটে।

তবে কী কারণে এই ছাদটি ধসে পড়েছে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। শিনহুয়ার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ছাদ ধসের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, চীনে এই ধরনের খনি দুর্ঘটনা এখন একটি স্বাভাবিক ঘটনা। নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা না নেওয়ার কারণেই এমনটি ঘটছে।

বিজ্ঞাপন

লিজিয়াগোউ কয়লা খনিটি পরিচালনা করে বাইজি খনি কোম্পানি। তবে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি।

এর আগে গত বছরের অক্টোবর মাসে আরেক খনি দুর্ঘপনায় মারা যান ২১ জন খনি শ্রমিক।

সারাবাংলা/এসএমএন

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন