বিজ্ঞাপন

চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, ১৯ জনের মৃত্যু

July 13, 2018 | 10:21 am

|| আন্তর্জাতিক ডেস্ক ||

বিজ্ঞাপন

চীনের সিচুয়ান প্রদেশের একটি শিল্প পার্কের রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও ১২ জন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি।

বৃহস্পতিবার (১২ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের চেংদু এলাকায় অবস্থিত ওই শিল্প পার্কের ‘ইয়িবিন হেংদা টেকনোলজি’ পরিচালিত একটি রাসায়নিক প্ল্যান্টে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

তবে কি কারণে এই বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি। সরকার জানিয়েছে, বিস্ফোরণের কারণ বের করার জন্য তদন্ত শুরু হয়েছে। প্রদেশটির নিরাপত্তা প্রশাসন জানায়, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তারা শঙ্কামুক্ত।

বিজ্ঞাপন

দেশটিতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও দেশটিতে বেশ কয়েকটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ২০১৫ সালে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বন্দর নগর তিয়ানজিনের একটি শিল্প গুদামে ভয়াবহ বিস্ফোরণে ১৭৩ জন নিহত হয়।

এছাড়া ২০১১ সালে পূর্বাঞ্চলীয় শানদং প্রদেশের সিনতাই এলাকার একটি মেলামাইন উৎপাদন কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৪ জন শ্রমিকের প্রাণহানি ঘটেছিল। আহত হয় আরও ৫ জন শ্রমিক।

সারাবাংলা/এএস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন