বিজ্ঞাপন

ছবিতে বুদ্ধ পূর্ণিমা

April 29, 2018 | 3:36 pm

বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। এই পুণ্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। এই তিথিতেই বুদ্ধ জন্মগ্রহণ, বোধি বা সিদ্ধিলাভ এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। এই দিনে বৌদ্ধধর্মাবলম্বীগণ স্নান করেন, শুচিবস্ত্র পরে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন। ভক্তগণ প্রতিটি মন্দিরে বহু প্রদীপ জ্বালিয়ে, ফুলের মালা দিয়ে মন্দিরগৃহ সুশেভিত করে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন। এ ছাড়া বুদ্ধগণ এই দিনে বুদ্ধ পূজার পাশাপাশি পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ ও সমবেদ প্রার্থণাও করে থাকেন। রাজধানীর খিলগাঁও বুদ্ধমন্দির থেকে ছবিগুলো তুলেছেন সারাবাংলার আলোকচিত্রী সুমিত আহমেদ

বিজ্ঞাপন

 

 

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

 

 

বিজ্ঞাপন

 

 

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন