বিজ্ঞাপন

ছড়িয়ে যাওয়া লিপস্টিকই এখন ট্রেন্ড!

December 14, 2017 | 10:35 am

লাইফস্টাইল ডেস্ক

বিজ্ঞাপন

মেকাপ আর্টিস্টরা সবসময় বলেন লিপস্টিক যেন ঠোঁটের চারদিকে না ছড়ায় সেটা নিশ্চিত করতে লিপলাইনার দিয়ে আউটলাইন করে যেন লিপস্টিক পরা হয়। কিন্তু দৈনন্দিন জীবনে আমরা অনেক সময়ই সেটা করিনা বা বলা ভালো করতে পারিনা। সরাসরি লিপস্টিক দিয়ে বেরিয়ে যাই। ঠোটের বাইরে বেরিয়ে গেলে টিস্যু দিয়ে মুছে ফেলি। ঠোঁটের সাজে ফ্ললেস লুক আনাটা সবসময় প্রাধান্য পায় আমাদের কাছে। কিন্তু সাম্প্রতিক চলতি ফ্যাশন বলছে, লিপস্টিক ব্যবহারে অতটা সূক্ষ্মতা না আনলেও চলবে। লিপ লাইনার নাই, তাই লিপস্টিক দেব না- সেই ভাবনার দিনও শেষ।

 

বিজ্ঞাপন

 

এ বছরের ফ্যাশন সপ্তাহগুলোতে কিছুটা স্মাজড বা ছড়ানো লিপস্টিকের চল দেখা গিয়েছে। ম্যাক কসমেটিকসের সিনিয়র মেকাপ আর্টিস্ট রাইন টবার লন্ডন আর মিলান ফ্যাশন উইকের ব্যাকস্টেজে কাজ করেছেন। তিনি বলেন, সেই শোগুলোতে লালের বিভিন্ন শেড আর ব্লারি লিপ ছিলো শীর্ষ ট্রেন্ড। ম্যাট লিপস্টিকগুলোকে ঠোঁটের প্রান্তে কিছুটা ঘষা ভাব এনে দেওয়া হয়েছিলো যেন তা দেখে অনেক বেশি ন্যাচারাল মনে হয়।

এটা হয়তো সবচাইতে সহজে ধারণ করা যায় এমন একটি লুক যেখানে আপনাকে লিপস্টিক মুছে গেলে কেমন লাগবে সেটা নিয়ে চিন্তিত হওয়া লাগবেনা।

বিজ্ঞাপন

আসুন এই শীতের দিনে দৈনন্দিন সাজগোজে যোগ করে ফেলি স্মাজড লিপসের নতুন সাজ।

 

সারাবাংলা/আরএফ/ এসএস

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন