বিজ্ঞাপন

জঙ্গি শক্তি নিয়ে রাজনীতি করছে বিএনপি: গোলাম দস্তগীর গাজী

October 18, 2018 | 8:59 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ: জামায়াতের জঙ্গি শক্তি নিয়ে রাজনীতি করছে বিএনপি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের দেলপাড়া পূজা মন্ডপ পরিদশর্নে গিয়ে তিনি একথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, আগামী নিবার্চনকে সামনে রেখে যারা জোট করেছে তাদের প্রলোভনে পড়বেন না। কারণ তাদের পেছনে রয়েছে জঙ্গি শক্তি। জামায়াতের জঙ্গি শক্তি নিয়ে রাজনীতি করছে বিএনপি। তাই তাদেরকে এই দেশে কোনো বিশৃঙ্খলা তৈরি করতে দেওয়া হবে না। তবে যারা জঙ্গি শক্তির উৎপত্তি করেছিল তাদের সেই অপশক্তি নিমূর্ল করেছে আওয়ামী লীগ সরকার।

তিনি আরও বলেন, বিএনপির ২০ দলীয় জোট আজ ফাটল ধরেছে। কেন ফাটল ধরেছে, কারণ তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এজন্য দু’টি দল ইতোমধ্যে বিএনপি থেকে বেরিয়ে এসেছে। কারণ বিএনপি দেশের শান্তি নষ্ট করতে চায়। তবে দেশের শান্তি প্রিয় কখনও বিএনপির নৈরাজ্য মেনে নেবে না। দেশের জনগণ কঠোর হস্তে তাদের সকল ষড়যন্ত্র রুখে দেবে।

বিজ্ঞাপন

রূপগঞ্জের উন্নয়নের চিত্র তুলে ধরে এমপি গাজী আরও বলেন, রূপগঞ্জের প্রতিটি স্কুল ও কলেজে আজ ভবন হয়েছে। সব মানুষ বিদ্যুত ও গ্যাস পেয়েছে। রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। এছাড়া কায়েতপাড়া সংলগ্ন বালু নদীতে আরও একটি সেতু হবে। ২ মাসের ভেতরে এর টেন্ডার হবে। এরপর সেতুটির কাজ শুরু হবে। আর এই সেতুটি হলে নন্দীপাড়ার সঙ্গে কায়েতপাড়ার যোগাযোগ ব্যবস্থা আরও ভালো হবে। ফলে যোগাযোগের নতুন সেতু বন্ধন গড়ে উঠবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন মোল্লা, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মানজারী আলম টুটুল, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, জেলা পরিষদের সদস্য শ্রী শীলা রাণী পাল, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ স্বপন, ত্রাণ বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়া, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, রূপগঞ্জ যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, রূপগঞ্জ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রমা কান্ত সরকার।

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন