বিজ্ঞাপন

জবিতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

February 19, 2019 | 4:46 pm

।। জবি করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রলীগের দুইগ্রুপের সংঘর্ষ চলাকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ক্যাম্পাসে বারবার ছাত্রলীগের হাতে সাংবাদিকরা হামলার শিকার হচ্ছে। সাংবাদিকসহ সাধারণ শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের যাবতীয় নিরাপত্তার দায়িত্ব নেওয়ার কথা। সেখানে জবি প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। কর্তৃপক্ষের অসচেতনতা এবং অবহেলার কারণে ক্যম্পাসে কিছু উগ্র শিক্ষার্থী সুযোগ পেয়ে যায়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষ জড়িতদের আইনের আওতায় না আনলে কঠিন পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি দেন বক্তারা। মানববন্ধনে বক্তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের রহস্যজনক ভূমিকার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট এর আহবায়ক জাহিদুল ইসলাম সাদেকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ইউএনবি এর আজিজুল হক, ঢাকা প্রতিদিন এর নোমান আব্দুল্লাহ, জবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদকও বাংলা নিউজ ২৪ ডটকমের দিপু রায়হান জবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও যুগান্তরের জবি প্রতিনিধি হুমায়ুন কবির হুমু, যুগ্ন সাধারণ সম্পাদক ফারহানা রাহি, দৈনিক করতোয়ার শাপলা সোমা, বিডি নিউজ টুয়েন্টিফোর এর ফখরুল ইসলামসহ সাংবাদিক জোটের অন্যান্য নেতারা।

বিজ্ঞাপন

বক্তব্যে ফখরুল ইসলাম শাহীন বলেন, যারা এ পরিকল্পিত হামলায় জড়িত তাদের ২৪ ঘণ্টার মধ্যে শাস্তি নিশ্চিত করতে হবে। তাদের আইনের আওতায় না আনলে আগামীতে কঠোর কর্মসূচি পালন করা হবে।

মানববন্ধন শেষে সাংবাদিকরা কালো ব্যাজ ধারণ করে ক্যাম্পাসে মৌন মিছিল করেন।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন