বিজ্ঞাপন

জর্জিয়ায় উভয় বিভাগে বাংলাদেশের ড্র

October 1, 2018 | 2:43 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

জর্জিয়ার বাতুমি শহরে অৈনুষ্ঠিত হচ্ছে ৪৩তম বিশ্ব দাবা অলিম্পিয়াড। আসরের ষষ্ঠ রাউন্ডের খেলায় ওপেন ও মহিলা উভয় বিভাগেই বাংলাদেশ ড্র করেছে। ওপেন বিভাগে বাংলাদেশ দল ২-২ গেম পয়েন্টে চিলির সাথে এমং মহিলা বিভাগে বাংলাদেশ মহিলা দল ২-২ গেম পয়েন্টে জ্যামাইকার সাথে ড্র করে।

ষষ্ঠ রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ দলের পক্ষে ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (রেটি-২২৬৩) চিলির আন্তর্জাতিক মাস্টার সালিনাস হেরেরা পাবলোকে (রেটি-২৪৮৬) পরাজিত করেন। গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব (রেটি-২৪৭২) চিলির মরোভিক ফার্নান্দেজ ইভানের সাথে (রেটি-২৫০১) ও গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব (রেটি-২৪৫২) চিলির আন্তর্জাতিক মাস্টার গার্সিয়া কারডেনাস পাবলোর (রেটি-২৪৪৪) সাথে ড্র করেন। গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান (রেটি-২৪৭৭) গ্র্যান্ড মাস্টার হেনরিকুইজ ভিলাগরা ক্রিস্টোবালের (রেটি-২৫১৯) কাছে হেরে যান। ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে ওপেন বিভাগে বাংলাদেশ দল ৬ খেলায় ৮ পয়েন্ট অর্জন করেছে।

এদিকে, বাংলাদেশ মহিলা দলের পক্ষে আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ (রেটিং-১৯০৯) জ্যামাইকার মিলার রেচেলকে (রেটিং-১৮৫৯) পরাজিত করেন। আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা (রেটিং-১৬৯৩) জ্যামাইকার গ্রে কৃষ্ণার (রেটিং-১৬৯৩) ও মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা (রেটিং-১৮৩৮) উইলিয়াম মারগোয়ির সাথে (রেটিং-১৬১৭) সাথে ড্র করেন। মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন (রেটিং-২০২২) ব্যারেট এরিয়ালের কাছে (রেটিং-১৭০১) কাছে হেরে যান। বাংলাদেশ মহিলা দল ৬ খেলায় ৭ পয়েন্ট অর্জন করেছে।

বিজ্ঞাপন

সপ্তম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ দল তুর্কমিন্তিানের বিপক্ষে এবং মহিলা বিভাগে বাংলাদেশ মহিলা দল ক্রোয়েশিয়ার মহিলা দলের বিপক্ষে খেলবে।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন