বিজ্ঞাপন

জাজের ওপর ঝাঁজ মেটালেন ফারুক

April 23, 2018 | 6:25 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ছন্দে নেই দেশীয় চলচ্চিত্রাঙ্গন। উল্লেখযোগ্য ছবি তৈরি হচ্ছে না। দর্শক সংকটে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে প্রেক্ষাগৃহ। সাফটা চুক্তির আওতায় এদেশে ভারতীয় সিনেমার আমদানিকে সমর্থন করছেন না এক পক্ষ। হল বাঁচাতে বিদেশি সিনেমার ওপর খানিকটা নির্ভর করতে চাইছে আরেক পক্ষ। সব মিলিয়ে ভালো নেই চলচ্চিত্রের মানুষেরা। চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক চিত্রনায়ক ফারুক তেমনটাই জানালেন একান্ত আলাপচারিতায়। আড্ডা দেয়ার ছলে সারাবাংলাকে তিনি বলেছেন তার মনের অনেক কথা।

আড্ডায় তিনি চলচ্চিত্রের সামগ্রিক বিষয় নিয়ে কথা বলেন। তার প্রথম কথাই ছিল- ভালো নেই চলচ্চিত্রের মানুষেরা। আর এই খারাপ পরিবেশের জন্য তিনি অনেকাংশেই দায়ী করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াকে।

বিজ্ঞাপন

অভিযোগ ও অভিমানের সুর মিলিয়ে ফারুক বলেন, ‘জাজ মাল্টিমিডিয়ার মালিক আবদুল আজিজ। তিনি প্রযোজক। আমরা তাকে স্বাগত জানাই। আপনি বিনিয়োগ করেন, আরও ভালো ভালো সিনেমা বানান। কিন্তু নিয়ম কানুন মেনে কাজ করুন।’

উদাহরণ দিতে গিয়ে তিনি এক বছর আগের কথা মনে করিয়ে দেন। ২০১৭ সালের রোজার ঈদে যৌথ প্রযোজনার সিনেমার প্রদর্শন বন্ধে রাস্তায় নেমেছিলো চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের নেতা-কর্মীদের সংগঠন ‘চলচ্চিত্র পরিবার’। সে প্রসঙ্গ উল্লেখ করে ফারুক বলেন, ‘আবদুল আজিজ, আপনি আরও বেশি বেশি যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ করেন, আমাদের কারও কোনও আপত্তি নেই। তবে সেই ছবিতে অবশ্যই সমানুপাতিক হারে দেশ ও বিদেশের শিল্পী-কলাকুশলীদের রাখতে হবে। তা না করে সম্পূর্ণ কলকাতার সিনেমা নিয়ে এসে যদি আপনি বলেন এটা যৌথ প্রযোজনার সিনেমা, তাহলে তো এদেশের শিল্পী কলাকুশলীদের ক্ষতি হবে। দেশের শিল্পীদের কাজ থাকবে না। তাদের বসে থাকতে হবে।’

দেশের অধিকাংশ প্রেক্ষাগৃহে জাজ মাল্টিমিডিয়ার প্রজেকশন মেশিন বসানো। এই বিষয়টিকে একেবারেই পছন্দ করছেন না চিত্রনায়ক ফারুক। তিনি বলেন, ‘আবদুল আজিজ সাহেব যখন সিনেমা হলে মেশিন বসান, তখন ভাবেন সিনেমাটা তার দাদার সম্পত্তি। আবার তিনি প্রতি টিকিট থেকে তিন টাকা করে কেটে রাখেন। এসব নিয়ে আমরা ছাড়া কারও কিছু বলার নাই, এনবিআরও চোখ বুজে থাকে। সিনিমা বানিয়ে, সিনেমা রিলিজ করার সময় যদি আরও লাখ টাকা খরচ করতে হয় প্রদর্শনের জন্য, তাহলে তো প্রযোজক সিনেমা থেকে চলে যাবেই। আর এই কারণেই দেশে এখন সিনেমার সঙ্কট।’

প্রেক্ষাগৃহে মেশিন বসানোর বিষয়টি জাজের হাতে না রেখে একটি সম্মিলিত একটি দলের মাধ্যমে পরিচালনা করার পরামর্শ দেন চিত্রনায়ক ফারুক।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এক আজিজের দিকে তাকিয়ে থাকলে সিনেমার কিছুই হবে না। সবাই একতাবদ্ধ হয়ে চলচ্চিত্রকে এগিয়ে নিতে হবে। কিন্তু কেন যেন আমাদেরকে পছন্দই করছে না মন্ত্রণালয়। জাজ, আজিজ যা করতে চাইছে তাই মেনে নিচ্ছে তারা।’

ফারুক আক্ষেপ করে বলেন, গত এক বছর ধরে চলচ্চিত্র পরিবার প্রেক্ষাগৃহে সরকারি মেশিন বসানোর কথা বলে আসছে। সরকার বিষয়টির সঙ্গে একমত হলেও ৬০টি মেশিন আজও মিললো না, বসানো তো দূরের কথা। প্রধানমন্ত্রী বলে দেয়ার পরও মন্ত্রণালয় কেন কাজটা করতে গড়িমসি করছে সে প্রশ্নও তোলেন তিনি।

ছবি: আশীষ সেনগুপ্ত

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএ/পিএম         

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন