বিজ্ঞাপন

জাতীয় ঐক্য গড়ে তুলুন: ফখরুল

March 24, 2018 | 8:41 pm

।।স্পেশাল করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: সরকারকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে আবারও জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৪ মার্চ) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে এ প্রতিবাদ সমাবেশ আয়োজন করে সম্মিলিত পেশাজীবী সংগ্রাম পরিষদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল।

বিজ্ঞাপন

ফখরুল বলেন, ‘পাকিস্তান আমলে আইয়ুব খানের বিরুদ্ধে ১২ বছর আন্দোলন হয়েছে। স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে দীর্ঘ ৯ বছর আন্দোলন হয়েছে। সে সময় একটি জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হয়েছিল বলেই তাদেরকে ক্ষমতা থেকে নামানো গেছে। বর্তমানের এই ফ্যাসিস্ট সরকারকে হটাতে আবারো জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমরা বিভিন্ন রাজনৈতিক দল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করার কাজ করছি। সবাইকে এই ঐক্য গড়ার কাজ করতে হবে।’

সরকারের বিরুদ্ধে ভেবেচিন্তে আন্দোলন করতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি বিপ্লবী দল নয়, উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্র-ক্ষমতায় যেতে চায় বিএনপি। আমরা দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘আমাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এখন পর্যন্ত ৭৮ হাজার মামলা হয়েছে। আসামি করা হয়েছে ১৮ লাখের বেশি নেতাকর্মীকে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীদের নামেও মামলা করা হয়েছে।’

বিজ্ঞাপন

‘আওয়ামী লীগের সব চেয়ে বড় শত্রু হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এ জন্যই তাকে মিথ্যা ও সাজানো মামলায় সাজা দিয়ে নির্জন কারাগারে বন্দি রাখা হয়েছে। যা অন্যায় এবং বেআইনি’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘হতাশ হওয়ার কিছু নেই। এখন হয়নি তো সামনে হবে। এটা তো বিজ্ঞান। হতেই হবে। বিএনপি আগের চেয়ে আরো বেশি ঐক্যবদ্ধ। আমাদের মাঝে কোনো বিভেদ নেই। ঐক্যবদ্ধভাবেই আমাদের দলের নেত্রীর জন্য শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি। আজকে এ আন্দোলনে শুধু বিএনপি নয় পেশাজীবীদেরকেও ভূমিকা রাখতে হবে। যারা বিগত আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. আখতার হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক মাহমুদুর রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, ড. তাজমেরী এস ইসলাম, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এম আবদুল্লাহ, ঢাবি সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও ড. আবু মূসা আরিফ বিল্লাহ।

বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. এম ফরিদ আহমেদ, অধ্যাপক জাকারিয়া, ড. আশরাফুল ইসলাম চৌধুরী, ড. তাহমিনা আক্তার টফি, ড. মাহফুজুল হক, ড. আল মোজাদ্দেদী আলফেছানী, ইস্রাফিল প্রামানিক রতন, ড. দেবাশীষ পাল, অধ্যাপক এবিএম শহিদুল ইসলাম, অধ্যাপক সিরাজুল ইসলাম, ড. মোহাম্মদ আলী জিন্নাহ, অধ্যাপক আলমগীর হোসেন, অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, অধ্যাপক গোলাম রব্বানী, অধ্যাপক  ড. এমরান কাইয়ুম, অধ্যাপক আজহারুল ইসলাম ও অধ্যাপক মো. জসিম উদ্দিন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/জেডএফ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন