বিজ্ঞাপন

জানাজা শেষে ৪ শান্তিরক্ষীর মরদেহ পরিবারে হস্তান্তর

March 16, 2018 | 12:35 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: আফ্রিকার মালিতে ইম্প্রোভাইজড অ্যাক্সপ্লোসিভ ডিভাইজ (আইইডি) বিস্ফোরণে নিহত চার বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা ঢাকা সেনানিবাসে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৬ মার্চ) সকাল ৯টায় ঢাকা সেনানিবাসের ১৩ এমপি ইউনিটের ‘চপার্স ডেন’-এ জানাজা হয়। জানাজায় তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

জানাজা শে‌ষে বাংলা‌দেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, বাংলা‌দেশ নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, বাংলা‌দেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার এবং মিনুসমা ডেপুটি ফোর্স কমান্ডার মেজর জেনারেল আমাদু কেনে শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন।

বিজ্ঞাপন

শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ স্বজনদের উপস্থিতিতে গ্রামের বাড়ি পাঠানো হয়।

নিহতরা হলেন— ওয়ারেন্ট অফিসার আবুল কালাম, পিরোজপুর (৩৭ এডি রেজি. আর্টি.), ল্যান্স কর্পোরাল আকতার, ময়মনসিংহ (৯ ফিল্ড রেজি. আর্টি.), সৈনিক রায়হান, পাবনা (৩২ ইস্ট বেঙ্গল) ও সৈনিক (পাঁচক) জামাল, চাপাইনবাবগঞ্জ (৩২ ইস্ট বেঙ্গল)।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি আফ্রিকার মালিতে স্থানীয় সময় দুপুর আড়াইটায় সন্ত্রাসীদের পুঁতে রাখা শক্তিশালী ইম্প্রোভাইজড অ্যাক্সপ্লোসিভ ডিভাইজের (আইইডি) ভয়াবহ বিস্ফোরণে চার জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও চার জন আহত হন।

বিজ্ঞাপন

আইএসপিআরের সহকারী পরিচালক রেজা-উল করিম শাম্মী জানান, ব্যানব্যাট-৪ এর একটি লজিস্টিক কনভয় এস্কর্ট (নিরাপত্তা দল) গাঁও থেকে মপতি যাওয়ার পথে বোনি-দোয়েঞ্জা সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। এতে চারজন নিহত ও পাঁচজন আহত হন।

প‌রে হেলিকপ্টারে ক‌রে আহতদের চিকিৎসার জন্য দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।

বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন। আহত ব্যক্তিরা হলেন— করপোরাল রাসেল, নওগাঁ (৩২ ইস্ট বেঙ্গল), সৈনিক আকরাম, রাজবাড়ী (৩২ ইস্ট বেঙ্গল), সৈনিক নিউটন, যশোর (১৭ বীর), সৈনিক রাশেদ, কুড়িগ্রাম (৩২ ইস্ট বেঙ্গল)।

মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনটি বর্তমান বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মিশন। ২০১৩ সালে শুরু হওয়া এই মিশনে এরইমধ্যে ৯ জন বাংলাদেশি শান্তিরক্ষীসহ বিভিন্ন দেশের সর্বমোট ১৫৫ জন শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর/এমএইচ/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন