বিজ্ঞাপন

জামিন নামঞ্জুর, কারাগারে ব্যারিস্টার মইনুল

October 23, 2018 | 1:59 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: বেসরকারি টেলিভিশনের এক টকশো’তে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে কটূক্তি করার ঘটনায় দায়ের করা মানহানি মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনের জামিন না মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার (২৩ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম কায়সারুল হক জামিন না মঞ্জুর করে মইনুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রংপুরে দায়ের করা এক মামলায় সোমবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা আ স ম রবের বাসা থেকে মইনুলকে রাত ৯টা ২৫ মিনিটে গ্রেফতার করা হয়। আটকের পর মইনুলকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন: ‘ব্যারিস্টার মঈনুল ইংরেজি খাওয়াটা শিখেছেন, ভদ্রতাটা শিখেননি’

ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে মইনুল হোসেনকে আদালতে নেওয়া হয়।

আদালতের মইনুলের পক্ষে শুনানি করেন মাসুদ আহমেদ তালুকদার, সানাউল্লাহ মিয়া, জয়নুল আবেদীন মেজবাহ।

বিজ্ঞাপন

আদালতের শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, ‘এটি জামিনযোগ্য মামলা। আসামির জামিন পাওয়ার অধিকার রয়েছে।’

তারা আরও বলেন, ‘রংপুরের ওই মামলায় মইনুলের বিরুদ্ধে কোনো ধারা-সেকশন উল্লেখ করা হয়নি।

মাসুদা ভাট্টি ক্ষুব্ধ হয়ে ঢাকায় মামলা করেছেন। ঢাকার বাইরে তার বিরুদ্ধে মামলা করার এখতিয়ার অন্য কারও আছে কি না সে বিষয়েও প্রশ্ন তোলেন আসামির আইনজীবীরা।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল হোসেন টকশো চলাকালে এক প্রশ্নের জেরে তিনি মাসুদা ভাট্টিকে বলেন, ‘আপনার দুঃসাহসের জন্য ধন্যবাদ। আপনাকে আমি চরিত্রহীন বলে মনে করতে চাই।’

বিজ্ঞাপন

মইনুল হোসেনের ওই মন্তব্যে নারী সাংবাদিকরা ক্ষুব্ধ হয়ে তাকে প্রকাশ্যে মাফ চাইতে বলেন। বিভিন্ন গণমাধ্যমে সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরাও বিবৃতি দিয়ে মইনুলকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

সারাবাংলা/এআই/একে

আরও পড়ুন
আদালতে ব্যারিস্টার মইনুল
ব্যারিস্টার মইনুলের ৫ মাসের আগাম জামিন
ব্যারিস্টার মইনুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি
ব্যারিস্টার মঈনুলের বিরুদ্ধে মাসুদা ভাট্টির মামলা
ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে এবার কুড়িগ্রামে মামলা
কুমিল্লায় ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে মানহানীর মামলা
ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ব্যারিস্টার মঈনুলকে শুধু ক্ষমা চাইলেই হবে না, শাস্তিও পেতে হবে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন