বিজ্ঞাপন

জার্মানিতে সরকার গঠন করতে যাচ্ছে মার্কেলের জোট

January 13, 2018 | 4:34 pm

 আন্তর্জাতিক ডেস্ক

বিজ্ঞাপন

রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে আবারও জার্মানিতে সরকার গঠন করতে যাচ্ছে অ্যাঞ্জেলা মার্কেলের জোট।

জোট গঠনের উদ্দেশ্যে শুক্রবার কনজারভেটিভ ও স্যোশাল ডেমোক্রেটিক পার্টির মধ্যে ২৪ ঘণ্টার আলোচনার পর নতুন জোট গঠনের সিদ্ধান্ত হয়। এর মাধ্যমে সেখানে দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটতে যাচ্ছে।

অ্যাঞ্জেলা মার্কেল এবার মাত্র ৫৩ শতাংশ ভোটের জোট নিয়ে সরকার গঠন করবে। এর আগে যেখানে ৮০ শতাংশ ভোট নিয়ে সরকার গঠন করেছিল মার্কেলের দল।

বিজ্ঞাপন

মার্কেলের ইচ্ছাতে এ জোট গঠন করা হলেও তার দলের সব স্তরের নেতাকর্মীদের জোট গঠনের ব্যাপারে সমর্থন রয়েছে বলে জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।

জোট গঠনের পর জোটের আরেক নেতা মার্টিন শ্যুলজ জানিয়েছেন, ‘আমরা এখন থেকে পরবর্তী মেয়াদ পর্যন্ত আন্তরিকভাবে কাজ করতে চাই।

জোটের মাধ্যমে সরকার গঠনের সিদ্ধান্তের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জানিয়েছেন, ‘খুশির খবর’ জার্মানিতে চার মাসের রাজনৈতিক অচলবস্থার অবসান ঘটতে যাচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআই

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন