বিজ্ঞাপন

‘জীবনেও এত লোক দেখিনি’

July 21, 2018 | 4:45 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: ‘জীবনেও এত লোক দেখিনি। কত বড় বড় মিছিল আর কত লোক একই সঙ্গে যাচ্ছে শেষই হচ্ছে না।’

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আসা নেতাকর্মীদের ভিড় দেখে এমন কথা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে পেয়ারা বিক্রেতা জয়নাল আবেদীন।

শনিবার (২১ জুলাই) সকাল ১০টা থেকে ছোট ছোট মিছিল সোহরাওয়ার্দীর দিকে যেতে থাকলেও বেলা ৩টার দিকে রাজধানীর মগবাজার, বাংলামোটর, শাহবাগ, কাঁটাবন, নীলক্ষেত, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, চাঁনখারপুল, ঢামেক, মৎসভবন, সেগুনবাগিচা, পল্টন, গুলিস্তান, ফুলবাড়িয়া, হাইকোর্ট মোড়সহ আশেপাশের সকল সড়কে পূর্ণভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

গণসংবর্ধনা উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসতে শুরু করেছে। মিছিল আর মিছিল, তিল ধারণের ঠাঁই নেই কোথাও। ঢাক ঢোল, ব্যান্ড পার্টি, সানাই সব বাদ্যযন্ত্র বাজিয়ে নেচে আর স্লোগানে স্লোগানে ছোটে সবাই সোহরাওয়ার্দী উদ্যানে।

কেউ রঙিন পোশাকে আবার কেউ কেউ দল বেঁধে একই রংয়ের টি-শার্ট পড়ে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে এসেছেন।

মিরপুর থেকে মিছিলের সঙ্গে এসেছেন একরামুল হক।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘অনেক লোক হবে বুঝতে পেরেছিলাম। কিন্তু জনসমুদ্র হবে তা বুঝতে পারিনি।’

সমাবেশ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রস্তুত বলে রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার জানিয়েছেন।

সারাবাংলা/ইউজে/একে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন