বিজ্ঞাপন

ঝড়মুখী দিন

September 26, 2018 | 11:50 am

।।মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
সকাল হতেই আকাশ মেঘ মাখিয়ে বসে আছে। সূর্য শুধু নামেই উঠেছে, মেঘের ঠেলায় তার চেহারাই কেউ দেখতে পাচ্ছে না।
আজ সারাদিন মেঘের ঘনঘটায় কাটলেও আকাশে সূর্যের দেখা কেউ পাবে না এমনটা হচ্ছে না। একটু ফাঁকে ফাঁকে সূর্যও মুখ দেখিয়ে যাবে। সব মিলিয়ে বলা যায়, রৌদ্র-ছায়ার লুকোচুরি খেলা।
আবহাওয়ার পূর্বাভাসে আজ খুব করে মেঘের কথাই বলা হয়েছে। ঝড় হবে এমনও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এখন এর কতটা আমাদের উপর দিয়ে হয় এটাই এখন ভাবনা।
মেঘ এরইমধ্যে আকাশের কর্তৃত্ব নিয়ে নেয়ার ফলে আজ দিনটা তুলনামূলক ঠাণ্ডা। সারাদিনে ৩২ ডিগ্রির উপরে তাপমাত্রা উঠছে না।
আরামদায়ক কাটুক আজকের দিনটি, এটাই প্রত্যাশা।
সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন