বিজ্ঞাপন

ঝড়-বৃষ্টি আর ধুলো উড়ানোর দিন

April 17, 2018 | 9:49 am

।। মাকসুদা আজীজ, অ্যাসিট্যান্ট এডিটর।।

বিজ্ঞাপন

বৈশাখের ৪ তারিখ। সে কথা মাথায় রেখে সূর্য তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে গরম বাড়ানোর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে গেছে। একমাত্র ভরসার কথা ঝড়-বৃষ্টি রোজই প্রায় টহল দিয়ে যাচ্ছে। তাই তাপমাত্র ৩৮ ডিগ্রির উপরে উঠতে পারছে না।

ঝড়ের সংবাদ হচ্ছে, আজকেও তিনি আসবেন বলে টিকেট বুকিং দিয়েছে। দুপুর দুইটা, বিকেল পাঁচটা বা রাতে যে কোনো সময় দেখা যেতে পারে তাকে। ঝড় যদি একদম নাও আসে ঝড়ো বাতাস ‘প্রক্সি’ দিয়ে যাবে।

বাতাসের আর্দ্রতা ৮০ শতাংশে পৌঁছে গেছে, স্যাঁতস্যাঁতে ঘাম তাই পিছু ছাড়ছে না। বছরের এই সময়টা অসুখ বিসুখের জন্য একদম আদর্শ। মানুষ তো বটেই, পশু-পাখি, গাছ-পালা সবাই এ সময়ে অসুখে ভোগে। তাছাড়া, গরম, ঘাম আর কড়া রোদের অস্বস্তি তো আছেই।

বিজ্ঞাপন

এ রকম দিন টিকে থাকার জন্য, দিনে কয়েকবার গোসল করতে হবে, পাতলা সুতির বাতাস চলাচল করে এমন পোশাক পরতে হবে, চুল বড় হলে উঁচু করে বেঁধে রাখতে হবে, ছাতা নিয়ে বাইরে বের হতে হবে আর প্রচুর পানি খেতে হবে।

নিরাপদে কাটুক আর্দ্র-উষ্ণ এ দিনটি।

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন