বিজ্ঞাপন

টাঙ্গাইলে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

July 13, 2018 | 1:07 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

টাঙ্গাইল: টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ আফজাল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহত ব্যক্তি এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, এক হাজার ৪২ পিস ইয়াবা ও ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

শুক্রবার (১৩ জুলাই) ভোরে সদর উপজেলার বেগুনটাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আফজাল ওই এলাকার আব্দুল করিমের ছেলে।

টাঙ্গাইল র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর রবিউল ইসলাম জানান, ভোরে বেগুনটাল এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে আফজাল গুলিবিদ্ধ হলে বাকিরা পালিয়ে যায়। পরে গুরুতর আহতাবস্থায় আফজালকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, এক হাজার ৪২ পিস ইয়াবা ও ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে দাবি র‌্যাব কর্মকর্তার।

আফজালের বিরুদ্ধে সদর থানায় সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাদকের মামলা রয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন