বিজ্ঞাপন

টানা অপরাজিত থাকার রেকর্ড এখন মেসিদের

April 15, 2018 | 11:43 am

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

স্প্যানিশ লা লিগায় টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড এখন বার্সার দখলে। রিয়াল সোসিয়েদাদের টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি পেছনে ফেলে নতুন রেকর্ড গড়ল কাতালানরা। সবশেষ ম্যাচে তারা ২-১ গোলে হারিয়েছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা ভ্যালেন্সিয়াকে।

এবারের লিগে ৩২ ম্যাচে বার্সা এখনো হারের মুখ দেখেনি। অর্থাৎ, লা লিগার ইতিহাসে প্রথম দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুযোগও এখন বার্সার সামনে। বাকি ৬ ম্যাচে আর ৭ পয়েন্ট পেলে কোনো হিসেব ছাড়াই শিরোপা নিশ্চিত হবে বার্সা।

স্পেনের সর্বোচ্চ লিগে ১৯৭৯-৮০ মৌসুমে রিয়াল সোসিয়েদাদ টানা ৩৮ ম্যাচ অপরাজিত ছিল। গত শনিবার লেগানেসকে হারিয়ে আগের রেকর্ডটি স্পর্শ করেছিল বার্সা।

বিজ্ঞাপন

গত মৌসুমে লিগের শেষ সাত ম্যাচ জিতেছিল মেসি-সুয়ারেজ-ইনিয়েস্তারা। চলতি মৌসুমে এ পর্যন্ত ৩২ ম্যাচের ২৫টিতে জিতেছে তারা, ড্র করেছে অন্য সাতটি ম্যাচ।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন