বিজ্ঞাপন

ট্রাম্প চাইলে বৈঠকের জন্য প্রস্তুত আছে উত্তর কোরিয়া

May 25, 2018 | 1:35 pm

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে ‘যে কোন সময়’ বৈঠকে বসতে প্রস্তুত আছে বলে জানিয়েছে উত্তর কোরিয়া।

শুক্রবার (২৫ মে) দেশটির উপপররাষ্ট্র মন্ত্রী কিম কায়ে-জিওয়ান বৈঠক বাতিল নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তকে চরম পরিতাপের বিষয় হিসেবে উল্লেখ করেছেন।

আগামী জুনের ১২ তারিখে সিঙ্গাপুরে এই বৈঠক হবার কথা থাকলেও গতকাল বৃহস্পতিবার এই বৈঠক বাতিল ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই উত্তর কোরিয়ার পক্ষ থেকে এই প্রতিক্রিয়া আসলো।

বিজ্ঞাপন

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে অনুষ্ঠেয় বৈঠক বাতিলের কারণ হিসেবে দেশটির দেয়া বিবৃতির কথা উল্লেখ করেন তিনি। ট্রাম্প বলেন যে ওই বিবৃতে উত্তর কোরিয়া প্রচণ্ড রাগ ও প্রকাশ্য বৈরিতা দেখিয়েছে।

বৈঠক বাতিল ঘোষণা করে ট্রাম্প বলেন, ‘পৃথিবীতে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠার একটি দারুণ সুযোগ হারিয়ে গেল।’

বৃহস্পতিবার উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা অঞ্চলের সুরঙ্গ ধ্বংসের কয়েক ঘণ্টার মধ্যেই কিম জং উনের সঙ্গে বৈঠক বাতিল ঘোষণা করেন ট্রাম্প।

বিজ্ঞাপন

কিম ও ট্রাম্প দুজনের জন্যই ছিল এটি প্রথম বৈঠক। তবে এই বৈঠক সম্পর্কে কোন দেশেরে পক্ষ থেকেই বিস্তারিত কোন তথ্য জানানো হয়নি।

তবে উত্তর কোরিয়াকে সম্পূর্ণরূপে পারমাণবিক নিরস্ত্রকরণে উৎসাহীকরণ এবং কোরিয়া উপদ্বীপের উত্তেজনা হ্রাস করে শান্তি ফিরিয়ে আনা এই বৈঠকের অন্যতম লক্ষ্য ছিলো।

সারাবাংলা/এমআইএস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন