বিজ্ঞাপন

ডর্টমুন্ড ট্রায়ালের আগে ‘স্নায়ুচাপে’ বোল্ট!

January 9, 2018 | 8:38 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

অ্যাথলেটিকসের ইতিহাসের সর্বকালের সেরা স্প্রিন্টারের উসাইন বোল্ট ট্র্যাক ছেড়ে দিয়েছেন গতবছরে। তবে, বসে নেই ৩২ বছর বয়সী এই গতি সম্রাট। ফুটবলেই নিজের গোড়াপত্তন করতে চান। খেলতে চান ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে মাঠ দাঁপড়াতে চান। সেই লক্ষ্যটা পূরণ করতেই বুরুশিয়া ডর্টমুন্ডের ট্রায়ালে যেতে উদগ্রীব হয়ে আছেন বোল্ট।

দুই মাস পর মার্চে ডর্টমুন্ডের ট্রায়াল আছে। সেখানে নিজেকে ঢেলে দিতে চান তিনি। তবে, তার আগে কিছুটা উদ্বীগ্ন বোল্ট! কিছুটা স্নায়ুচাপ বলতে পারেন।

৯ বারের অলিম্পিক স্বর্ণ জয়ী বোল্ট কেনইবা এমন স্নায়ুচাপে?

বিজ্ঞাপন

বৃটিশ গণমাধ্যম ডেইলি এক্সপ্রেসকে নিজেই জানালেন সে কথা, ট্র্যাক ছেড়ে ফুটবল। জায়গাটা নতুন। তবে অভ্যস্ত হলে সমস্যা হবে না। তাই একটু নার্ভাস আমি।

এই বয়সে এসে ফুটবলটাতে থিতু হতে ভালোই সিরিয়াস তিনি, আগামি মার্চে বুরুশিয়া ডর্টমুন্ডে ট্রায়ালে অংশ নিবো। তারা যদি ভালো বলে, তাহলে ফুটবলেই থাকার চেষ্টা করবো। অভ্যাস হয়ে গেলে আর সমস্যা হবে না।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন