বিজ্ঞাপন

ডাঙায় তাপ, জলে নিম্নচাপ

September 20, 2018 | 10:53 am

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

বিজ্ঞাপন

ঢাকা: দুদিনের মেঘে তাপমাত্রা কিছুটা সহনশীল মনে হলেও দেশের মধ্য ও নিম্ন অঞ্চল দিয়ে মৃদু তাপ প্রভাব বয়ে যাচ্ছে। এদিকে বঙ্গোপসাগরের লঘুচাপটাও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপান্তরিত হয়েছে। পূর্বাভাসে বলা হচ্ছে এটা আরও ঘনীভূত হবে।

নিম্নচাপের পূর্বাভাস অবশ্য আকাশ দেখেই বলা যাচ্ছে, আকাশের মেঘেরা ক্রমে ক্রমে ঘন আর চঞ্চল হয়ে উঠছে। যদিও বলা হচ্ছে তাপপ্রবাহ। কিন্তু কাগজে কলমে দেখা যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা মাত্র ৩১ ডিগ্রি কিন্তু গায়ে ঠিকই গরমের হল্কা এসে লাগছে।

আকাশে মেঘ থাকলেও এখনই ঠিক বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে না। তবে বজ্ররা নিজেদের মধ্যে সংঘর্ষ করবে, বজ্রপাতও হতে পারে। সময় সময় মেঘে ঢেকে যেতে পারে আকাশ। আর নিম্নচাপ যদি দ্রুত ঘনীভূত হয় তাহলে বৃষ্টি নামতে পারে দেশের কোনো কোনো স্থানে।

বিজ্ঞাপন

আজকের দিনটা খুব অস্বস্তিকর হলেও আশা করা যায় কাল পরশু বৃষ্টি জোরসে নামবে। সেই জোর বৃষ্টিরই অপেক্ষা এখন।

নিরাপদে কাটুক দিনটি।

সারাবাংলা/এমএ/একে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন