বিজ্ঞাপন

ডিআইজি মিজানুরকে দুদকে তলব

April 25, 2018 | 3:49 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: দুর্নীতির অভিযোগে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে আগামী ৩ মে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হয়েছে।

বুধবার (২৫ এপ্রিল) দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে মিজানুরকে আগামী ৩ মে সকাল সাড়ে ৯টায় দুদকের সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

দুকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এর আগে, ডিআইজি মিজানের শত কোটি টাকার সম্পদ রয়েছে বলে দুদকে অভিযোগ আনা হয়। সেই অভিযোগ যাচাই-বাছাইয়ের অংশ হিসেবে দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারীকে ১০ ফেব্রুয়ারি অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। এরই প্রেক্ষিতে দুদক ডিআইজি মিজানকে হাজির হতে নির্দেশ দেয়।

সারাবাংলা/জিএস/এমএইচ

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন