বিজ্ঞাপন

ডুডল হলেন মন্তাজের জনক

January 22, 2018 | 5:04 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক

বিজ্ঞাপন

এই দৃশ্যগুলো আমাদের খুব পরিচিত। নায়ক নায়িকা ঘনিষ্ট হচ্ছেন, এমন সময় তাদের উপর থেকে সরে গেলো ক্যামেরা, পরের দৃশ্যেই দেখা গেল দুটি ফুলের টোকাটুকি। কিংবা, নায়ক জেল থেকে ছাড়া পেয়েছে। পরের দৃশ্যেই দেখা গেল আকাশে উড়ছে এক ঝাক মুক্ত বিহঙ্গ।

সহজ করে বললে এগুলো, প্রতিকী দৃশ্য। চলচ্চিত্রের ভাষায় একে বলে মন্তাজ। সিনেমায় এমন ধরনের দৃশ্যের জনকের নাম সার্জেই আইজেনস্টাইন।

বিজ্ঞাপন

সাবেক সোভিয়েত ইউনিয়নের এই পরিচালক শুধু মন্তাজেরই জনক নন, একজন চলচ্চিত্র তাত্ত্বিকও। দ্রুতগতির সিকোয়েন্স সম্পাদনা করার পদ্ধতিও শিখিয়েছেন তিনি।

চলচ্চিত্রের এই প্রবাদপুরুষের ১২০তম জন্মদিন আজ। ১৮৯৮ সালে জন্মগ্রহণ করেন তিনি। তার পরিচালিত ‘ব্যাটেলশিপ পটেমকিন’ চলচ্চিত্র দুনিয়ার অন্যতম মৌলিক সিনেমা।

চলচ্চিত্র ইতিহাসের প্রথম দিকের এই গুণী পরিচালকের জন্মদিনে বিশেষ সম্মাননা জানিয়েছে সার্চ ইঞ্জিন গুগল। আইজেনস্টাইনকে নিয়ে ডুডল প্রকাশ করেছে তারা। মাত্র পঞ্চাশ বছর বয়সে মস্কোতে মারা যান এই গুনী পরিচালক।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএ/টিএস

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন