বিজ্ঞাপন

ড. ইউনূসের বিরুদ্ধে প্রতারণার মামলা

March 20, 2018 | 6:03 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান ডা. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মামলা করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য বাহাদুল ইসলাম।

মঙ্গলবার (২০ মার্চ) ঢাকা মহানগর হাকিম সুব্রত’র আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে তদন্ত শেষে আগামী ২৬ এপ্রিলের মধ্যে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন।

মামলার অন্য তিন আসামি হলেন- গ্রামীণ টেলিকম ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান, গ্রামীণ টেলিকম ট্রাস্টের দুই কর্মকর্তা জহিরুল ইসলাম ও আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

বাদীর আইনজীবী ফেরদৌস আহমেদ আসিফ জানান, তাজ এন্টারপ্রাইজের সঙ্গে বালু ভরাট নিয়ে প্রতারণা করে ৬ কোটি ৮৫ হাজার ৮৯ হাজার ৪ টাকা আত্মসাৎ করার অভিযোগে মামলটি দায়ের করা হয়। বাদী তার পাওনা টাকা ফেরৎ পেতে আইনি নোটিশও পাঠিয়েছিল।

তিনি জানান, সর্বশেষ ১১ ফেব্রুয়ারি তাদের মধ্যে একটি সমঝোতা হয়। তাতেও কাজ না হওয়ায় আজ মামলা দায়ের করা হয়।

সারাবাংলা/এআই/এমএইচ/এটি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন