বিজ্ঞাপন

ঢাকা-১৫ আসনে প্রচারে এগিয়ে নৌকা, ঢিমেতালে অন্যরা

December 15, 2018 | 10:24 pm

।। জোসনা জামান, স্টাফ করসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: ঢাকা-১৫ আসনে নৌকার প্রচার-প্রচারণা জোরেশোরে চললেও পিছিয়ে আছেন অন্য প্রার্থীরা। নৌকার পোস্টারে পোস্টারে পুরো মিরপুর ও কাফরুলের অলিগলি, রাস্তা-ঘাটসহ সব জায়গা ছেয়ে গেলেও অন্যদের পোস্টার খুব একটা নজরে আসছে না। স্থানীয়রা বলছেন, নৌকার প্রার্থী ছাড়া অন্য প্রার্থীরা ঢিমেতালে প্রচার চালাচ্ছেন। তবে নির্বাচনের আগে আগে ‘মাঠ গরম’ হয়ে যাবে বলে ধারণা ভোটারদের।

এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কামাল আহমেদ মজুমদার, আর জাতীয় ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত নেতা শফিকুর রহমান। এছাড়া জাতীয় পার্টির লাঙল প্রতীকে সামসুল হক, জাকের পার্টির আবদুল মান্নান মিঞা গোলাপ ফুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি হেমায়েত উল্লাহ কাসেমী হাত পাখা নিয়ে ভোটের মাঠে রয়েছেন।

ঢাকা-১৫ আসনের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে সবখানেই নৌকার পোস্টার। ফাঁকে ফাঁকে কোথাও কোথাওসামান্য আকারে উঁকি দিচ্ছে অন্যান্য প্রার্থীদের পোস্টার। আবার কোনো কোনো প্রার্থী এখনো পোস্টার ছাপাননি বলেও জানিয়েছেন।

বিজ্ঞাপন

নৌকার বাইরে এ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ সামসুল হকের লাঙ্গল প্রতীকের পোস্টার দেখা গেছে কয়েকটি এলাকায়। পোস্টারে তার স্লোগান রয়েছে, ‘শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি হেমায়েত উল্লাহ কাসেমীর হাত পাখা প্রতীকের পোস্টার রয়েছে অল্প পরিমানে। তার নির্বাচনি স্লোগান হচ্ছে, ‘সন্ত্রাস, মাদক, দুর্নীতিমুক্ত ও পরিচ্ছন্ন একটি আদর্শ সমাজ গড়ার সুযোগ দিন।’

বিজ্ঞাপন

জাকের পার্টির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান মিয়ার গোলাপ ফুল প্রতীকের পোস্টারও রয়েছে সামান্য পরিমাণে। তার স্লোগান হচ্ছে, ‘দেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারা গতিশীল রাখতে এবং আর্ত মানবতার কল্যাণে অর্থনৈতিক মুক্তির জন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিন।’

এছাড়া বাঘ মার্কা পেলেও এখনো পোস্টারই ছাপাতে পারেননি বাংলাদেশ গণতান্ত্রিক দলের (বিডিপি) প্রার্থী সামছুল আলম চৌধুরী সুরমা। তিনি শুধু লিফলেট বিলি করার মধ্যেই তার প্রচার কার্যক্রম সীমাবদ্ধ রেখেছেন।

শনিবার দুপুরে একটি মাইক্রোবাসে করে মিরপুর এলাকায় প্রচার চালানোর সময় তিনি সারাবাংলাকে বলেন, ‘গরীব মানুষ তাই টাকার অভাবে পোস্টার ছাপতে পারিনি।’

প্রচারের ক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রথম দিকে কিছুটা সমস্যা থাকলেও এখন আর নেই।’

বিজ্ঞাপন

অন্যদিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কামাল আহমেদ মজুমদার শনিবার দুপুরের পর থেকে রাত পর্যন্ত ঢাকা সিটি করপোরেশনের ১৬নং ওয়ার্ডে প্রচারণা চালিয়েছেন। তিনি সারাবাংলাকে বলেন, ‘নানাভাবেই প্রচারণা চালানো হচ্ছে। প্রতিদিন দুপুর থেকে রাত পর্যন্ত গণসংযোগ ও বিভিন্ন জায়গায় উঠান বৈঠক করা হচ্ছে। আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে জনগণ আমাকে নির্বাচিত করবে বলে বিশ্বাস করি।’

সারাবাংলা/জেজে/এমও

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন