বিজ্ঞাপন

‘ডাকসু নির্বাচন নিয়ে ঢাবি কর্তৃপক্ষ তামাশা করছে’

September 17, 2018 | 12:06 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: আদালতের রায়ের পরও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন না দিয়ে রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করার মধ্য দিয়ে ঢাবি কর্তৃপক্ষ ছাত্রদের সঙ্গে এক ধরনের তামাশা করছে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী মনজিল মোরশেদ।

ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচনের নির্দেশনা দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গতকাল রোববার লিভ টু আপিল দায়ের করে ঢাবি প্রশাসন।

সোমবার (১৭ সেপ্টেম্বর) এ মামলার রিটকারী আইনজীবী মনজিল মোরশেদ বলেন, ‘ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচনের জন্য হাইকোর্ট রায় দিয়েছিল। গতকাল ঢাকা বিশ্ববিদ্যিালয় কর্তৃপক্ষ ওই রায়টি স্থগিত চেয়ে লিভ টু আপিল দায়ের করেছে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে এক ধরনের তামাশা বলে আমি মনে করি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ঢাবি কর্তৃপক্ষ একদিকে পরিষদের সভা ডাকলেন, সবাইকে দেখালেন তারা নির্বাচন দিচ্ছেন। আগামী মার্চের মধ্যে নির্বাচন হবে। একই সঙ্গে আবার এ রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করলেন এটা তো এক ধরনের বিপরীত অবস্থান। এটা হতে পারে না। ঢাবি কর্তৃপক্ষের এ অবস্থানের কারণে ছাত্ররা হতাশ হবে। এ আপিল করার অর্থই হলো তারা যে ডাকসু নির্বাচন দিতে ইচ্ছুক না সেটাই প্রমাণ হয়। এর মধ্যে কোনো একটা পেছনের শক্তি কাজ করছে।’

আরও পড়ুন: ডাকসু নির্বাচন: হাইকোর্টের রায় স্থগিত চেয়ে ঢাবি উপাচার্যের আপিল

দেশে সমস্ত নির্বাচন হচ্ছে কিন্তু ডাকসু নির্বাচন কেন হবে না প্রশ্ন রেখে তিনি বলেন, ‘৫ জানুয়ারির মত কঠিন পরিস্থিতিতেও নির্বাচন হলো অথচ ডাকসু নির্বাচন হয় না। যেহেতু আদালতের রায়ে সার্বিক আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া আছে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা তারা করবে। তারপরও তাদের সমস্যা কোথায়?’

বিজ্ঞাপন

তবে ‘ডাকসু নির্বাচন নিয়ে লিগ্যাল ফাইট’ চালিয়ে যাওয়া হবে বলেও জানান এ আইনজীবী।

এর আগে, গত ১৭ জানুয়ারি আদালত তার এক আদেশে ৬ মাসের মধ্যে ডাকসু নির্বাচন দিতে নির্দেশ দেন। এ রায়ের পর সাত মাস পেরিয়ে গেলেও নির্বাচনের ব্যবস্থা না করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ তিনজনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠান রিটকারী আইনজীবী মনজিল মোরশেদ। নোটিশের গ্রহণযোগ্য জবাব না পেয়ে গত ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান, প্রক্টর ড. এ কে এম গোলাম রাব্বানি ও কোষাধ্যক্ষ ড. কামাল উদ্দিনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন এ আইনজীবী।

সারাবাংলা/এজেডকে/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন