বিজ্ঞাপন

ঢাবি অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ

January 18, 2018 | 1:52 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাতটি কলেজের ২০১৪-১৫ সেশনের দ্বিতীয় বর্ষের ফলাফল ও বিভিন্ন বর্ষের ঝুলে থাকা পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে শিক্ষার্থীরা ব্যানার, প্লেকার্ড ও ফেস্টুন নীলক্ষেতে মানববন্ধন করেন। এরপর শিক্ষার্থীরা ১০টায় সেখানে অবস্থান নেয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের  ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নীলক্ষেতে এসে দাবি মেনে নেওয়ার আশ্বাস না নিলে তারা এখান থেকে সরবেন না।

বিজ্ঞাপন

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান সারাবাংলাকে এ বিষয়ে বলেন, ‘সাধারণ শিক্ষার্থীরা এখানে আন্দোলন করছে। এটি বড় কোনো ঘটনা নয়। নির্দিষ্ট সময় পর শিক্ষার্থীরা সরে যাবে।’

ঘটনাস্থলে পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান আতিকুর রহমান।

বিজ্ঞাপন

গত ১৪ ফেব্রুয়ারি, ২০১৭ এসব কলেজ ঢাবির অধিভুক্ত হয়।

সারাবাংলা/এসআর/টিএম/আইজেকে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন