বিজ্ঞাপন

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ

November 9, 2018 | 10:56 am

।। সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

ওয়াশিংটন থেকে:  একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়েছে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ। এক প্রেস বিজ্ঞপ্তিতে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের পক্ষ থেকে আশা প্রকাশ করে বলা হয়, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একাদশ জাতীয় নির্বাচন উৎসবমুখর হবে।

মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ আরও জানায়, একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করবার লক্ষ্যে নির্বাচন কমিশন ৪০টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এবং সুশীল সমাজের মতামত নিয়ে নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন। এছাড়া জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ প্রায় সব দলের সাথেই সংলাপ করে সব রাজনৈতিক দলকেই নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: মেট্রো ওয়াশিংটন আ.লীগ থেকে নুরুল আমীনের অব্যাহতি

বিজ্ঞাপন

নেতৃবৃন্দ বলেন, নির্বাচনে ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েনের ঘোষণা খুবই ইতিবাচক। সকল দল সহযোগিতা করলে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব, যা দেশ-বিদেশে সমাদৃত হবে। নেতৃবৃন্দ আরও বলেন, সংবিধানের বাইরে যাবার কোন অবকাশ নেই। তাই সংবিধানের মধ্যে থেকেই সবার জন্য গ্রহণযোগ্য একটি নির্বাচন আয়োজন করতে পারবে বর্তমান কমিশন।

বিবৃতিতে স্বাক্ষর করেন, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক খান, ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসাইন, জ্যেষ্ঠ সহ-সভাপতি শিব্বীর আহমেদ, সহ-সভাপতি জিআই রাসেল, সহ-সভাপতি মজিবুর রহমান খান, সহ-সভাপতি আকতার হোসাইন, সহ-সভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক এম নবী বাকী, যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ, যুগ্ম সম্পাদক সোহেল আলমগীর, যুগ্ম সম্পাদক মনির পাটোয়ারী, প্রচার সম্পাদক শামীম হায়দার প্রমুখ।

সারাবাংলা/এনএইচ

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন