বিজ্ঞাপন

তানজানিয়ায় ফেরি ডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৯৪

September 21, 2018 | 4:43 pm

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার দক্ষিণাঞ্চলীয় ভিক্টোরিয়া লেকে ফেরি ডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৯৪ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত স্থগিত রাখা হলেও ফের শুরু হয়েছে উদ্ধার অভিযান। আরও মৃতদেহ উদ্ধারের আশঙ্কা করছেন কর্তৃপক্ষ।

তারা বলছেন, প্রায় দুই শতাধিক এখনো নিখোঁজ রয়েছে। এমভি নেইরিরে নামের ফেরিটিকে উকোরা ও বুগোলোরা দ্বীপের মধ্যবর্তী উপকূলের কাছাকাছি উল্টানো অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ফেরিটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিল। কোনোকারণে যাত্রীদের বেশিরভাগ এর একপাশে চলে আসায় তা উল্টে যায়।

বিজ্ঞাপন

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ফেরিটি ১শ’ যাত্রীর ধারণক্ষমতা সম্পন্ন। কিন্তু কর্মকর্তারা বলছেন, ডুবে যাওয়ার আগে এতে প্রায় চার শতাধিক যাত্রী ছিল।

তানজানিয়া থেকে বিবিসির প্রতিবেদক আবুবাকার ফামাও জানান, মোয়াঞ্জা এলাকায় বসবাস করা বেশিরভাগ যাত্রীর স্বজনেরা ভীষণ উদ্বিগ্ন সময় পার করছে। বৃহস্পতিবারের এ দুর্ঘটনায় সর্বশেষ খবর জানতে তাদের অনেকেই লেকের পাড়ে অবস্থান করছেন।

বিজ্ঞাপন

অপর এক কর্মকর্তার বরাতে জানা গেছে, এরইমধ্যে একশ যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এদের ৩২ জনের অবস্থা গুরুতর।

তবে ফেরির সঠিক যাত্রী সংখ্যা কেউ নিশ্চিত করতে পারেনি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফেরির টিকেট প্রদানের দায়িত্বে থাকা ব্যক্তির মৃত্যু হয়েছে। তাছাড়া যাত্রীদের তথ্য সংরক্ষণকারী যন্ত্রটিকেও খুঁজে পাওয়া যায়নি।

আঞ্চলিক কমিশনার এডাম মালিমা বলেন, এমন ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা যেন আর না বাড়ে, ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করছি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন