বিজ্ঞাপন

‘তারেক জিয়াকে দেশে ফেরানোর মানে মুক্তিযুদ্ধকে সম্মানিত করা’

March 18, 2019 | 2:17 pm

‌।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার অর্থ হচ্ছে মুক্তিযুদ্ধকে সম্মানিত করা বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সোমবার (১৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তার সুচিকিৎসার ব্যবস্থা এবং গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি বন্ধের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে তিনি বলেন, ‘খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করা মানে দেশের অপশাসন রোধ করা। আর তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার অর্থই হচ্ছে মুক্তিযুদ্ধকে সম্মানিত করা। পাশাপাশি এই গোলামির জিঞ্জির ভেঙে ফেলার অর্থ হচ্ছে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি সম্মান করা।’

ডাকসু নির্বাচন নিয়ে এই বিএনপি নেতা বলেন, ‘ডাকসু ভাষা আন্দোলনের প্রতীক। ১৯৬৯ এর গণ অভ্যুত্থান এবং ১৯৭১ এর মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতিপয় শিক্ষক, ছাত্র এবং সরকার ইসির বুদ্ধিতে যে নির্বাচন করেছে এটি কোনোভাবেই জাতি মেনে নিতে পারে না। এটাও কোনো নির্বাচন হয়নি।’

বিজ্ঞাপন

মানববন্ধনে বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘খালেদা জিয়াকে মুক্তি দিন। গ্যাস ও বিদ্যুৎসহ সব দ্রব্যের মূল্যবৃদ্ধি থামিয়ে জনগণকে শান্তিতে থাকার সুযোগ দিন। অন্যথায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল নতুন কর্মসূচি নিয়ে আবারও আন্দোলন শুরু করবে।’

সংগঠনের সি‌নিয়র সহ-সভাপ‌তি আবুল হোসেনর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ ইব্রাহিম, মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি ও কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন, কাদের সিদ্দিকী প্রমুখ।

সারাবাংলা/এসএইচ/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন