বিজ্ঞাপন

তিউনিসিয়ায় সম্পত্তিতে নারী পুরুষ সমানাধিকার বিল পাশ

November 25, 2018 | 12:58 pm

রোকেয়া সরণি ডেস্ক।।

বিজ্ঞাপন

আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে তিউনিসিয়ায় সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। গত ২৩ নভেম্বর দেশটির মন্ত্রিসভায় এ সংক্রান্ত আইন পাশ হয়। এখন থেকে তিউনিসিয়ার নারী পুরুষ উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিতে সমান অধিকার পাবে।
২০১৭ সালে তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেজি ক্যাট এসেবসি আন্তজার্তিক নারী দিবসে প্রথমবারের মতো এই আইনটির ব্যাপারে পরামর্শ দেন।
তবে তিউনিসিয়ার অনেক মুসলিম এই আইনের বিরোধিতা করেছেন। তাদের মতে, নতুন এই আইন ইসলাম বিরোধী। এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট বলেন, ‘কেউ চাইলে শরিয়া আইন অনুযায়ী উত্তরাধিকার সম্পত্তি ভাগ করতে পারবে।’
প্রেসিডেন্ট এসেবসি জানান, তিউনিসিয়ার সংবিধান দেশটির নাগরিকদের মতামতের ভিত্তিতেই তৈরি হয়েছে। সংবিধানে নারী পুরুষের সমানাধিকার নিশ্চিতের কথাও বলা আছে।
প্রেসিডেন্ট এসেবসি ২০১৭ সালে দেশটির নাগরিকদের ব্যক্তিস্বাধীনতা নিশ্চিত করার জন্য সমানাধিকার কমিটি গঠন করেন।
উল্লেখ্য, ২০১৭ সালে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এই আইন সংক্রান্ত একটি জরিপ করে। জরিপের ফলাফলে অনুযায়ী, দেশটির ৬৩ শতাংশ নাগরিক এই আইনের বিপক্ষে। যার মধ্যে ৫২ শতাংশই নারী।

সারাবাংলা/টিসি/এসএস

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন