বিজ্ঞাপন

তিতলির পাখায় ভর দিয়ে এলো বৃষ্টি

October 11, 2018 | 10:36 am

।।মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

বিজ্ঞাপন

অবশেষে হ্যারিকেনের তীব্রতা সম্পন্ন প্রবল ঘূর্ণিঝড় তিতলি স্থলভাগে আঘাত হানতে শুরু করেছে। যেহেতু তিতলির প্রাথমিক আঘাত ছিল উড়িষ্যা উপকূলে তাই বাংলাদেশের ওপর তিতলির ভয়াবহতা বেশ কম। কাল নাগাদ যখন তিতলি বাংলাদেশের সীমান্তে প্রবেশ করবে ততক্ষণে সেই হ্যারিকেনের তেজ কমে আসবে অনেকটাই। তিতলি তখন শুধুই ভারি বৃষ্টি আর ঝড়ো হাওয়া।

তিতলির প্রভাবে ভারতের উড়িষ্যায় এখন পর্যন্ত অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ঝড় যেহেতু এখনও চলছে তাই ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা যায়নি। আহারে! মানুষের জীবন, কেমন এক লহমায়ই শেষ হয়ে যেতে পারে অনেক বছরের চেষ্টা, পরিশ্রম!

বাংলাদেশে তিতলি স্থলভাগ দিয়ে আসলেও বাংলাদেশেও সমুদ্রবন্দর গুলোতে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

সারাদেশের প্রায় সবগুলো জেলায় তিতলির প্রভাবে বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। ইতোমধ্যেই কালো মেঘে ঢেকে আছে শহর ঢাকা। বলা হচ্ছে আজকে এখানে সারাদিন বৃষ্টি হবে। তিতলি প্রভাবে সর্বোচ্চ তাপমাত্রা কমে ২৫ ডিগ্রিতে নেমে এসেছে। আজকের দিনটা তাই এখানে বেশ আরামের। শুধু আমাদের এই আরাম উপকূলে কত অঘটনের কারণ এটা ভেবে খুব আরাম নাও লাগতে পারে।

মেঘ থাকার কারণে আজ সূর্যের একদম কোনও পাত্তা নেই। শুধু মেঘের নিচে সে আছে এটাই একমাত্র সংবাদ। সারাটাদিন তো বৃষ্টি হবে। রাতেও থেকে থেকে বৃষ্টি হবে। তাই আজ ছাতা-কাঁথা সব হাতের কাছে থাকা চাই।

তিতলির পিছু নিয়ে শীত এবার আগেই এসে পরে কিনা এটাই এখন ভাববার বিষয়।

বিজ্ঞাপন

সবার দিন নিরাপদে কাটুক। শুভ কামনা অবিরত!

সারাবাংলা/এমএ/এনএইচ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন