বিজ্ঞাপন

তিন মামলায় খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ সোমবার

May 27, 2018 | 4:17 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা : কুমিল্লায় নাশকতার দুই মামলায় ও নড়াইলের মানহানি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। সোমবার (২৮ মে) এ বিষয়ে আদেশ দেবেন হাইকোর্ট।

জামিন আবেদনের বাকি শুনানি শেষে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ রোববার (২৭ মে) এ আদেশ দেন।

খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এ সময় বিএনপিপন্থী শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বিজ্ঞাপন

এর আগে গত মঙ্গলবার থেকে তিনটি আবেদনের শুনানি শুরু হয়। এর মধ্যে কুমিল্লার একটি হত্যা মামলার জামিন শুনানি গত বৃহস্পতিবারই শেষ হয়। রোববার কুমিল্লার বিশেষ আইনের করা একটি মামলা এবং নড়াইলের মানহানির মামলার জামিন শুনানি শেষ করেন আইনজীবীরা।

খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লার দুটি ও নড়াইলের একটি মোট তিনটি মামলায় জামিন চেয়ে গত ২০ মে আবেদন করেন তার আইনজীবীরা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় মামলা হয়। পেট্রোল বোমা হামলায় সাতজন মারা যান। ওই ঘটনার হুকুমদাতা হিসেবে মামলায় খালেদা জিয়াকে অন্যতম আসামি করা হয়। বৃহস্পতিবার (২৪ মে) এ মামলার শুনানি শেষ হয়েছে। এছাড়া নাশকতার অভিযোগে আরেকটি মামলা রয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

অন্যদিকে মুক্তিযোদ্ধাদের সংখ্যা ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ২০১৫ সালের ২৪ ডিসেম্বর নড়াইলের ম্যাজিস্ট্রেট আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করেন স্থানীয় এক মুক্তিযোদ্ধার সন্তান রায়হান ফারুকি ইমাম। নড়াইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি বিচারাধীন।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। সাজা ঘোষণার পর থেকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে রয়েছেন তিনি। এ অবস্থায় তাকে আরো কুমিল্লা ও নড়াইলের তিনটিসহ ছয়টি মামলায় গ্রেফতার দেখানো ( শ্যোন অ্যারেস্ট) হয়েছে।

সারাবাংলা/এজেডকে/একে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন