বিজ্ঞাপন

তিন সিটিতে ১৪ দলের প্রচারণা ২২ জুলাই থেকে

July 17, 2018 | 4:18 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১৪ দলের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে প্রচারণা শুরু হচ্ছে রোববার (২২ জুলাই) থেকে। এদিন থেকে তিন সিটিতে কেন্দ্রীয় তিন নেতার নেতৃত্বে তিনটি টিম নামবে মাঠে।

মঙ্গলবার (১৭ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের পাশের নির্বাচনী কার্যালয়ে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম এ তথ্য জানান।

তিনি বলেন, তিন টিমের মধ্যে সিলেটে সাম্যাবদী দলের দিলীপ বড়ুয়া, বরিশালে জেপির শেখ শহিদুল ইসলাম এবং রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশার নেতৃত্বে ১৪ দলের নেতারা নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় কাজ করবেন।

বিজ্ঞাপন

জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলামের সভাপতিত্বে ১৪ দলের বৈঠকে উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের শরীফ নুরুল আম্বিয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলীপ রায়, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক অসীত বরণ রায়, বাসদের রেজাউর রশিদ খানসহ অন্যরা।

সারাবাংলা/এনআর/টিআর

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন