বিজ্ঞাপন

দক্ষিণ কোরিয়ান সিনেমার রিমেকে সালমান

March 15, 2018 | 6:20 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বিজ্ঞাপন

নায়ক-পরিচালকের জুটিটা চমৎকার। পরপর দুটি হিট সিনেমা উপহার দিলেন পরিচালক আলী জাফর ও ভাইজান সালমান। প্রথমে ‘সুলতান’ পরে ‘টাইগার জিন্দা হ্যায়’। এই জুটির সিনেমা হিট হওয়ার কারণে ছাড়তেই চাইছেন না একে অপরকে।

বেশকিছুদিন আগেই নতুন সিনেমার ঘোষাণা দিয়ে রেখেছেন বলিউড সুপারস্টার সালমান খান। ছবির নাম ‘ভারত’। ২০১৯ এ মুক্তি পাবে ছবিটি। কিন্তু সবার কৌতুহল ছিল কেমন হবে সিনেমাটির গল্প। নায়ক-পরিচালক জুটি আবার কোন গল্পে মাত করবেন দর্শকদের।

পাওয়া গেলো সেই উত্তর। ২০১৪ সালে মুক্তি পাওয়া দক্ষিণ কোরিয়ান সিনেমা ‘ওড টু মাই ফাদার’ এর রিমেক হবে চলচ্চিত্র ‘ভারত’। নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। আলী জাফর বলেন, ‘সুলতান বা টাইগারের চেয়ে একদমই ভিন্ন ধরনের সিনেমা এটি। এবার আমরা নতুন কিছু করতে চাই। এখনো অনেক কিছু করার বাকি রয়েছে। ধীরে ধীরে আরও কিছু জানাতে পারবো।’

বিজ্ঞাপন

দক্ষিণ কোরিয়ান ‘ওড টু মাই ফাদার’ সিনেমায় নব্য দক্ষিণ কোরিয়ার ইতিহাস তুলে ধরা হয়েছে। ১৯৫০ সাল থেকে এখন পর্যন্ত দেশটির  বিভিন্ন দিক একজন সাধারণ মানুষেণ জীবনের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

সারাবাংলা/পিএ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন