বিজ্ঞাপন

দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: স্পিকার

July 10, 2018 | 3:44 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: দেশের দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, দেশে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন হচ্ছে। বিনামূল্যে ওষুধ বিতরণ করা হচ্ছে। জনগণের দোড় গোড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দিচ্ছে সরকার। অর্থনৈতিক প্রবৃদ্ধি সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। যার অংশ স্বাস্থ্যখাতের অগ্রগতি। তাছাড়া, মা ও শিশুর মৃত্যুর হার এখন অনেকটাই হ্রাস পেয়েছে।

চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, রোগ প্রতিরোধের কার্যকর ভূমিকা রাখাসহ সোনারবাংলা গড়ে তুলতেও সবাইকে কার্যকর ভূমিকা রাখার আহবান জানান তিনি।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডাঃ মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। প্রধান অতিথির পাশাপাশি ছিলেন, বিশেষ অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন। ছিলেন, জাতীয় অধ্যাপক ডা. শায়রা খাতুন, প্রধান মন্ত্রীর সাবেক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, অধ্যাপক ডা. টিএ চৌধুরী, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদ সহ অনেকেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনি ট্রাষ্টের চেয়ারম্যান ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেন, প্রধানমন্ত্রীর হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। সেই সাথে এগিয়ে যাচ্ছে স্বাস্থ্যসেবাও। এই মাসেই আরও দশ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। তিনটি বিশ্ববিদ্যালয় করার কাজ এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, উপজেলাগুলোতে মাত্র দুই থেকে তিনজন চিকিৎসক কাজ করেন। এত কম চিকিৎসক দিয়ে একটি উপজেলা চালানো সম্ভব না।

বিজ্ঞাপন

দিবসটি উপলক্ষ্যে সকাল ৮টার দিকে র‍্যালি ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সারাবাংলা/এসএসআর/জেএএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন