বিজ্ঞাপন

দাবা চ্যাম্পিয়নশিপে শীর্ষে পাঁচ খেলোয়াড়

November 26, 2018 | 8:42 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ওমিকন ৪৪তম জাতীয় ‘এ’ দাবা চ্যাম্পিয়শিপের তৃতীয় রাউন্ডের খেলা শেষে ৫ জন খেলোয়াড় আড়াই পয়েন্ট নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। শীর্ষে আছেন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, শেখ রাসেল চেস ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ এবং রাজবাড়ীর তাহসিন তাজওয়ার জিয়া।

এছাড়া, সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী, শেখ রাসেল চেস ক্লাবের শওকত হোসেন পল্লব ও উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার সুব্রত বিশ্বাস দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।

তৃতীয় রাউন্ডের খেলা সোমবার (২৬ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। তৃতীয় রাউন্ডের খেলায় ফিদে মাস্টটার আমিন সাইফ স্পোর্টিং ক্লাবের ফিদে মাস্টার মোঃ তৈয়বুর রহমানকে, ফিদে মাস্টার নাসির নিজ দলের ক্যান্ডিডেট মাস্টার এস এম স্মরনকে, সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ময়মনসিংহের মোঃ জামাল উদ্দিনকে, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন সিরাজগঞ্জের স্বাধীন সরকারকে, ক্যান্ডিডেট মাস্টার সুব্রত জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানকে হারিয়ে দেন।

বিজ্ঞাপন

এছাড়া, পল্লব গোল্ডেন স্পোর্টিং ক্লাবের অনতা চৌধুরীকে, শেখ রাসেল চেস ক্লাবের গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীফ হোসেনকে, তিতাস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম ঢাকা সিটির মোঃ শরীয়তউল্লাহকে পরাজিত করেন।

এদিকে, আন্তর্জাতিক মাস্টার শাকিল ফিদে মাস্টার পরাগের সাথে, তাহসিন ফিদে মাস্টার দেবরাজের সাথে ও সোনারগাঁও চেস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানের সিরাহগঞ্জের নাইম হকের সাথে ও বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ সিলেটের ক্যান্ডিডেট মাস্টার সাইফুল ইসলাম চৌধুরীর সাথে ড্র করেন।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন