বিজ্ঞাপন

দারিদ্র্যের হার কমে দাঁড়িয়েছে ২১ দশমিক ৮ শতাংশ

September 18, 2018 | 3:50 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

 ঢাকা: দেশে দারিদ্র্যের হার কমে দাঁড়িয়েছে ২১ দশমিক ৮ শতাংশে। যা ২০১৭ সালে ছিল ২৩ দশমিক ১ শতাংশ ।  এছড়া  ২০১৬ সালের হিসেবে ছিল ২৪ দশমিক ৩ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হাউজ হোল্ড ইনকাম এন্ড এক্সপেন্ডিচার সার্ভে ২০১০ এবং ২০১৬ এর দারিদ্র্য ও হত দারিদ্র্যের হ্রাসের হার বিবেচনা করে এবং জিডিপির প্রবৃদ্ধি ও হারের উপর ভিত্তি করে ২০১৭-১৮ সালের দারিদ্র্য ও অতিদারিদ্র্যের হার প্রাক্কলন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় এসব তথ্য উপস্থাপন করা হয়। পরে বৈঠক শেষে  পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা দেশের জন্য উন্নয়ন করেছি। এ কারণেই মাথাপিছু আয় বেড়েছে। দারিদ্র্য নিরসনে আমরা সাফল্য অর্জন করেছি।’

বিজ্ঞাপন

বিবিএস এর হিসাব অনুযায়ী অতি দারিদ্রের হারও কমে গেছে। ২০১৮ সালের অতি দারিদ্রের হার দাঁড়িয়েছে ১১ দশমিক ৩ শতাংশ। যা ২০১৭ সালে ছিল ১২ দশমিক ১ শতাংশ এবং ২০১৬ সালে ১৭ দশমিক ৬ শতাংশ ছিল।

সারাবাংলা/জেজে/জেএএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন