বিজ্ঞাপন

দুই মায়ের ৭ নবজাতক

May 22, 2018 | 12:43 pm

।। সারাবাংলা ডেস্ক।।

বিজ্ঞাপন

ঢাকা : রাজধানীর ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে একদিনে দুই মায়ের গর্ভে সাত নবজাতকের জন্ম হয়েছে।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে গাইনি বিভাগের অধ্যাপক ডা. কানিজ ফাতেমার অধীনে প্রসূতি মা সনিয়া আক্তারের গর্ভে চারটি ও সোমবার বিকেলে অধ্যাপক ডা. রুমানা শেখের অধীনে সুইটি খাতুনের গর্ভে অপর তিন নবজাতক জন্ম গ্রহণ করে। দুই প্রসূতি মা পোস্ট অপারেটিভ বেডে আছেন।

হাসপাতালটির গাইনি বিভাগ জানায়, সনিয়া আক্তারের চার নবজাতক সন্তানের মধ্যে ছেলে শিশু তিনজন ও কন্যা শিশু একজন জন্ম নেয়। সুইটি খাতুনের তিন নবজাতকের মধ্যে কন্যা শিশু দুইজন ও ছেলে একজন।

বিজ্ঞাপন

সনিয়া খাতুনের গর্ভে জন্ম নেয়া চারজন নবজাতকের মধ্যে প্রথম জনের ওজন ১ কেজি ৯০০ গ্রাম, দ্বিতীয় জনের ওজন ১ কেজি ৬০০ গ্রাম, তৃতীয় জনের ওজন ১ কেজি ৫৬০ গ্রাম ও ৪র্থ জনের ২ কেজি ১০০ গ্রাম। তবে প্রথম নবজাতকের শরীরে রক্ত কম থাকায় তাকে রক্ত দেওয়া হয়েছে। তাদের চারজনই ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. রোজিনা আক্তারের অধীনে চিকিৎসাধীন।

সুইটি খাতুনের গর্ভে জন্ম নেয়া তিন নবজাতকের অবস্থা আশঙ্কাজনক। তিনজনকেই আইসিইউতে রাখা হয়েছে। এদের প্রথম জনের ওজন ৯০০ গ্রাম, দ্বিতীয় জনের ওজন ৯০০ গ্রাম ও ৩য় জনের ওজন ৭০০ গ্রাম।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ মে) হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো সালাউদ্দিন বলেন, সুইট খাতুনের গর্ভে জন্ম নেয়া চার নবজাতকের মধ্যে তিনজনের অবস্থা তুলনামূলক ভালো। কিন্তু সনিয়া আক্তারের গর্ভে জন্ম নেয়া তিন জন নবজাতকের অবস্থা আশঙ্কাজনক। তিন নবজাতকের দুজনকেই ভেন্টিলেশনে রাখা হয়েছে। এছাড়া তাদের ওজনও কম।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন