বিজ্ঞাপন

‘দু-চারজন ছাড়া শত ভাগ মানুষ রামপাল বাতিল চায়’

December 30, 2017 | 10:26 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: রামপাল তাপ বিদ্যুৎ প্রকল্প নির্মাণ কাজ বন্ধের দাবি জানিয়ে তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, ‘দু-চারজন বিভ্রান্ত বা সুবিধাবাদী মানুষ ছাড়া দেশের শতভাগ মানুষ রামপাল প্রকল্প সম্পূর্ণরূপে বাতিল চায়।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শনিবার সন্ধ্যায় সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি আয়োজিত ‘সুন্দরবন ও রামপাল তাপ বিদ্যুৎ প্রকল্পের সর্বশেষ অবস্থা ও করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুলতানা কামাল বলেন, ‘দু’চারজন সুবিধাবাদী মানুষ বাদে দেশের শতভাগ মানুষ রামপাল প্রকল্প বাতিল চায়। যুক্তিশীল, সুশিক্ষিত ও আধুনিক কিন্তু রামপাল প্রকল্প সমর্থন করেন— এমন একজন সৎ-বিজ্ঞানী সারাবিশ্বে খুঁজে পাওয়া যাবে না। কারণ সারাবিশ্ব আজ একমত যে, কয়লা একটি মারাত্মক নোংরা জ্বালানি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সুন্দরবন কেবল বাংলাদেশের নয়, বিশ্ববাসীর সম্পদ, এর ক্ষতি করার কোনো অধিকারই আমাদের নেই। আমরা এই বনের গর্বিত অভিভাবক। দেশ ও তার জনগণ-প্রকৃতি-সম্পদ, অর্থনীতি ও ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের স্বার্থে আমাদেরকে সুন্দরবন সুরক্ষার জন্য আন্দোলন অব্যাহত রাখতে হবে।’

সংবাদ সম্মেলনে রামপাল তাপ বিদ্যুৎ প্রকল্প নিমার্ণের সকল কাজে অবিলম্বে বন্ধ করতে হবে। সরকারের নিকট জমা ১৩টি গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিবেদন ও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির জুলাই ১৭ সভার সুপারিশের ভিত্তিতে বন রক্ষায় সার্বিক পদক্ষেপ গ্রহণ করতে হবেসহ   ৫টি দাবি উত্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ বদরুল ইমাম, প্রবাসী বাংলাদেশিদের পরিবেশ বিষয়ক সংগঠন বাংলাদেশ এনভায়রনমেন্টাল নেটওয়ার্কের (বেন) সমন্বয়কারী অর্থনীতিবিদ নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক আব্দুল আজীজ, সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সদস্য শরীফ জামিল, স্থপিত মোবাশ্বের হোসেন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডখান/আইজেকে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন