বিজ্ঞাপন

‘দেবী’ নিয়ে উচ্ছ্বাস, প্রমাণ মিলল টিকিট বিক্রিতে

October 17, 2018 | 4:48 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

সবরকম প্রস্তুতি শেষ। শুক্রবার (১৯ অক্টোবর) মুক্তি পাচ্ছে ‘দেবী’। সিনেমাটি নিয়ে সাধারণ দর্শকের মাঝে তুঙ্গস্পর্শী আগ্রহ দেখা দিয়েছে। সেই আগ্রহের প্রমাণ মিলেছে শ্যামলী সিনেমার টিকিট বিক্রিতে।

এরইমধ্যে রাজধানীর শ্যামলী সিনেমায় শুক্রবারের নব্বই ও শনিবারের চল্লিশ শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে। মুক্তির আগেরদিন অর্থাৎ বৃহস্পতিবার বাকি টিকিটগুলো বিক্রি হয়ে যাবে বলে জানান শ্যামলী সিনেমা হলের ম্যানেজার হাসান।

তিনি সারাবাংলাকে বলেন, ‘সিনেমাটি নিয়ে মানুষের প্রচুর আগ্রহ দেখছি। টিকিট যেভাবে বিক্রি হচ্ছে তাতে খুব তাড়াতাড়ি শুক্র ও শনিবারের সব টিকিট বিক্রি হয়ে যাবে। তবে কিছু টিকিট ভিআইপিদের জন্য রাখতে হচ্ছে। সব ভালো সিনেমার ক্ষেত্রে এমনটা হয়ে থাকে।’

বিজ্ঞাপন

অন্যদিকে ঢাকার স্টার সিনেপ্লেক্সে রেকর্ড পরিমাণ শো রাখা হয়েছে ‘দেবী’ সিনেমার। সিনেপ্লেক্সের বিভিন্ন থিয়েটারে তারা রেখেছে প্রতিদিন মোট দশটি শো। স্টার সিনেপ্লেক্সের বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘দশটি শো দিয়ে আমরা এই প্রথম কোনো সিনেমা প্রদর্শন শুরু করলাম। এর আগে মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা কিংবা আয়নাবাজি বা ঢাকা অ্যাটাক দশটিরও বেশি শো পেয়েছিল। কিন্তু ছবিগুলো তৃতীয় বা চতুর্থ সপ্তাহে গিয়ে এত হল পেয়েছে। প্রথম সপ্তাহে ছবিগুলো দশটি শো-এর নিচেই ছিল। সেদিক থেকে দেবী সিনেমা রেকর্ড করল।

‘দেবী’ পরিচালনা করেছেন অনম বিশ্বাস। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জয়া আহসান, শবনম ফারিয়া, অনিমেষ আইচ, ইরেশ জাকের। সরকারী অনুদানপ্রাপ্ত সিনেমাটির সহ-প্রযোজক হিসেবে আছে জয়া আহসানের প্রযোজনা প্রতিষ্ঠান সি-তে সিনেমা।

সারাবাংলা/আরএসও/পিএ

বিজ্ঞাপন

Tags: , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন