বিজ্ঞাপন

‘দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে দিয়েছে রোহিঙ্গারা’

February 16, 2019 | 6:12 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা এদেশের সীমান্ত দিয়ে প্রবেশ করে আমাদের দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে হুমকির মুখে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সভাপতি এস এম আবুল কালাম আজাদ। এসময় অবিলম্বে রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধের দাবিও জানান তিনি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) আয়োজিত ‘রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ’ শীর্ষক এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

বিএনএফ সভাপতি বলেন, ‘এছাড়া রোহিঙ্গারা তাদের ক্যাম্প ছেড়ে সারাদেশে ছড়িয়ে পড়ছে বলে খবর পাওয়া গেছে, যা অত্যন্ত আশঙ্কাজনক। মিয়ানমার থেকে আগত এসব রোহিঙ্গা নিজেদের সঙ্গে নানারকম রোগ ও ইয়াবার মতো ভয়াবহ মাদক নিয়ে আসছে। এদের কারণে আমাদের ভৌগলিক ক্ষতিও হচ্ছে। ’

বিজ্ঞাপন

মাননীয় প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বে মাদার অব হিউম্যানিটি উপাধি পেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু প্রধানমন্ত্রী কি এদেশের মানুষের কথা ভাবছেন? এ দেশের মানুষের কথা ভাবলে ওনার উচিত অতি দ্রুত রোহিঙ্গাদের প্রত্যার্বাসন করা আর নতুন করে রোহিঙ্গারা যেনো বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তে কঠোর নজরদারির আদেশ দেওয়া।’

সারাবাংলা/ওএম/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন