বিজ্ঞাপন

ধরা পড়লেন ঠগিদের প্রধান!

September 18, 2018 | 3:23 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বিজ্ঞাপন

আর পালিয়ে থাকতে পারলেন না হিন্দোস্থানের ঠগিদের প্রধান। সবার সামনে আসতেই হলো তাকে। নাম তার খোদাবক্স। যুদ্ধ জাহাজে রণসাজে ধরা দিলেন তিনি। গ্রাফিক্স-অ্যানিমেশনে তাকে দর্শকদের সামনে এনেছে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস।

বলা হচ্ছে ‘থাগস অব হিন্দোস্থান’ সিনেমায় অমিতাভের কথা। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) অন্তর্জালে প্রকাশ পেয়েছে অমিতাভের ফার্স্ট  লুক। মোশন পোস্টারটি শেয়ার করেছেন সিনেমার আরেক অভিনেতা আমির খান। ক্যাপশনে আমির লিখেছেন, ‘এই হলেন ঠগিদের প্রধান’।


আরও পড়ুন :  ‘আমি গড়পড়তা অভিনেতা, মানুষ হিসেবে গড়ের চেয়েও কম


গতকাল (১৭ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘থাগস অব হিন্দোস্থান’-এর প্রচারণা। জানানো হয়েছে ছবির মুক্তির তারিখ। ৮ নভেম্বর মুক্তি পাবে ছবিটি। ‘ধুম থ্রি’ খ্যাত পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য নির্মাণ করছেন ছবিটি। ১৮৩৯ সালে প্রকাশিত ‘কনফেশন অব থাগ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ‘থাগস অব হিন্দোস্থান’।

বিজ্ঞাপন

ঠগদের ইতিহাস ১৭ থেকে ১৮ শতকের। এই সময়ের মধ্যে তারা জাতি হিসেবে আতঙ্ক ছড়িয়ে ফেলে ভারতবর্ষে। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে তাদের মন জয় করে। তারপর সময়বুঝে কেড়ে নেয় সর্বস্ব। ‘ঠগী’ শব্দটি এসেছে সংস্কৃত ‘ঠগ’ থেকে, যার অর্থ প্রতারক।

সারাবাংলা/পিএ /পিএম

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন