বিজ্ঞাপন

নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে ভারত

June 3, 2018 | 5:13 pm

।। শুভজিৎ পুততুণ্ড।।

বিজ্ঞাপন

কলকাতা থেকে : পরমাণু অস্ত্র বজনে সক্ষম অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে ভারত।

রোববার (৩ জুন) সকাল ৮টা ৪৮ মিনিটে উড়িষ্যা রাজ্যের ড. আব্দুল কালাম দ্বীপ থেকে রিমোর্ট কন্ট্রোলারের মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এই ক্ষেপণাস্ত্র ভূমি থেকে ভূমিতে ৫ হাজার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম।

অগ্নি-৫ সিরিজের অন্যান্য ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও অত্যাধুনিক।

বিজ্ঞাপন

এই ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত দক্ষতার সঙ্গে এদিন লক্ষ্যভেদ করেছে। ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও নিজেকে অক্ষত রাখার ক্ষমতা রাখে এই ক্ষেপণাস্ত্রটি।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্রটি ভারতের অস্ত্রভাণ্ডারকে অনেক বেশি শক্তিশালী করবে।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন