বিজ্ঞাপন

নতুন চুক্তিতে ১০, বাদ পড়েছেন ৬ ক্রিকেটার

April 18, 2018 | 6:57 pm

স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

গত এক বছর বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের সংখ্যা ছিল ১৬। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ১৪ জন আর শিক্ষানবিশ ক্যাটাগরিতে ছিলেন আরও দুইজন। এবার সে তালিকা ছোট হয়ে এসেছে। ৬ ক্রিকেটার বাদ পড়েছেন চুক্তি থেকে।

২০১৮-১৯ বছরের চুক্তি থেকে বাদ পড়েছেন ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির আহমেদ, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত এবং কামরুল ইসলাম রাব্বি। শৃঙ্খলা ভঙ্গের কারণে সাব্বির বাদ পড়েছেন।

নতুন চুক্তিতে ১০ ক্রিকেটারের মধ্যে আছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, রুবেল হোসেন, তাইজুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ। আপাতত কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের বেতন বাড়ানো হচ্ছে না।

বিজ্ঞাপন

বুধবার (১৮ এপ্রিল) বোর্ড পরিচালক পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ সময় জানান, আরও তিন ক্রি‌কেটারকে চুক্তির আওতায় আনা হবে। তারা কারা সেটা খুব শিগগিরই জানিয়ে দেওয়া হবে। আর ভালো পারফরম্যান্স নেই বলেই ৬ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এমআরপি/এএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন