বিজ্ঞাপন

নতুন নিয়মে বিপিএল ও চ্যাম্পিয়নশিপ লিগ

January 15, 2019 | 7:29 pm

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকাঃ দেশের ঘরোয়া ফুটবলের দুই লিগে  নতুন নিয়ম অনুমোদন পেলো। ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে নতুন নিয়মে শুরু হবে। উন্নীত ও অবনমন প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বিপিএল থেকে একটির জায়গায় দুটি করে দল অবনমন হয়ে চ্যাম্পিয়নশিপ লিগে যাবে। আবার চ্যাম্পিয়নশিপ লিগ থেকে দুটি দল উন্নীত হয়ে বিপিএলে উঠবে। এই লিগ থেকে দুটি দল অবনমন হয়ে তৃতীয় স্তরে নামবে।

নিয়মটি কার্যকর হবে পরের মৌসুম থেকে। অর্থাৎ ২০১৯-২০ মৌসুম থেকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনে ১৪তম কার্যনির্বাহী সভায় আজ মঙ্গলবার (১৫ জানুয়ারি) এ নিয়ম অনুমোদন পেয়েছে।

বিজ্ঞাপন

এছাড়াও চ্যাম্পিয়নশিপ লিগ একধাপ পেছাচ্ছে। ১১ ক্লাবের অনুরোধে পাঁচদিন পেছাচ্ছে লিগটি। ক্লিয়ায়েন্স সময় বাড়িয়ে দিয়ে লিগ ৫ ফেব্রুয়ারি শুরু হওয়ার বদলে পাঁচদিন পিছিয়ে ১০ ফেব্রুয়ারি মাঠে গড়াতে যাচ্ছে।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন