বিজ্ঞাপন

নদীতে ভাসছিল টাকা ভর্তি বস্তা

March 24, 2018 | 9:21 pm

।।ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

সাতক্ষীরা : জেলার কাকডাঙ্গা সীমান্তবর্তী সোনাই নদীতে ভেসে থাকা অবস্থায় টাকা ভর্তি বস্তা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ওই বস্তা খুলে ৪৮ হাজার বাংলাদেশি দুই টাকার নতুন নোট পাওয়া যায়।

বিজিবি জানিয়েছে, সকাল সাড়ে ৯টার দিকে কাকডাঙ্গা বিওপির হাবিলদার রতন কুমার গাড়াখালী ১ নম্বর মেইন পিলারের ২০০ গজ উত্তরে সোনাই নদীতে বস্তাসহ একজনকে ভাসতে দেখে ধাওয়া করেন। লোকটি বস্তা রেখে পালিয়ে গেলে হাবিলদার রতন কুমার বস্তাটি উদ্ধার করেন। এর কিছুক্ষণ পর ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ স্পিডবোট নিয়ে এসে দেখতে চায় ওই বস্তায় কী আছে?

বিজ্ঞাপন

বস্তা উদ্ধারের পর কাকডাঙ্গা বিজিবি ক্যাম্প কমাণ্ডার শামসু ও তারালী ক্যাম্প বিএসএফ কমান্ডার তরুণ প্রকাশ মিনার ওই দিনই পতাকা বৈঠকে বসেন। পতাকা বৈঠকে বস্তা খুলে ৪৮ হাজার বাংলাদেশি দুই টাকার নতুন নোট পাওয়া যায়।

বৈঠকে টাকাগুলো বিজিবি হেড কোয়ার্টারে পাঠানোর সিদ্ধান্ত হয়।

বিজিবির কাকডাঙ্গা বিওপি কমান্ডার সুবেদার সামসু বলেন, ‘ধারণা করছি, বাংলাদেশ থেকে টাকাগুলো ভারতে পাচার করা হচ্ছিল। পাচারকারীরা হয়ত আশেপাশেই ছিল। কিন্তু বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।’

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন