বিজ্ঞাপন

নাগেশ্বরীতে ব্যবসায়ীদের হাতে ভিজিএফ’র চাল, ৬ গোডাউন সিলগালা

August 16, 2018 | 9:45 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

কুড়িগ্রাম: বিক্রি নিষিদ্ধ সরকারি চাল রাখার অপরাধে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ বাজারের ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন।

ভিজিএফ’র চাল রাখায় বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিকেলে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শঙ্কর কুমার বিশ্বাস গোডাউনগুলো সিলগালা করার আদেশ দেন। প্রতিষ্ঠানগুলোতে সাড়ে ৩শ’ বস্তা চাল ছিল বলে জানিয়েছেন ইউএনও।

শঙ্কর কুমার বিশ্বাস আরো জানান, বিক্রি নিষিদ্ধ প্রায় সাড়ে ৩শ’ বস্তা ভিজিএফ’র চাল রাখায় ব্যবসা প্রতিষ্ঠানগুলো সিলগালা করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সূত্র জানায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলার প্রতিটি ইউনিয়নে দুস্থদের মাঝে বিতরণের জন্য ২০ কেজি করে চাল বরাদ্দ দেয় সরকার। গত ১০ ও ১১ আগস্ট প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান সেই চাল সরকারি গোডাউন থেকে উত্তোলন করে ইউনিয়ন পরিষদের গোডাউনে মজুদ করে। পর্যায়ক্রমে চাল বিতরণ করা হলেও অনেক ইউনিয়নে এই কার্যক্রম শেষ হয়নি।

কালিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমানও ২৯শ’ বস্তা (৮৯ মে. টন) চাল উত্তোলন করেন। গত ১২ আগস্ট থেকে তিনি চাল বিতরণ শুরু করলেও ২৫০ বস্তা এখনো থেকে গেছে।

এই প্রসঙ্গে মতিয়ার রহমান জানান, আমি গত ১০ ও ১১ আগস্ট সরকারি গোডাউন থেকে ভিজিএফ’র চাউল উত্তোলন করেছি। বিতরণও শুরু হয়েছে, তবে আমার ইউনিয়নে চরাঞ্চল থাকায় এখনো ২৫০ বস্তা চাউল বিতরণ বাকি রয়েছে।

বিজ্ঞাপন

তবে ব্যবসায়ীদের কাছে ভিজিএফ’র চাল থাকার বিষয়ে তিনি কিছু জানেন না বলেন মতিয়ার।

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন