বিজ্ঞাপন

নাদাল-হালেপের ঘরে রজার্স কাপ শিরোপা

August 13, 2018 | 6:34 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

রজার্স কাপের শিরোপা ঘরে তুলেছেন বিশ্ব র‌্যাংকিংয়ের এক নম্বর তারকা রাফায়েল নাদাল। মেয়েদের এককে শিরোপা জিতেছেন সিমোনা হালেপ। ডমিনিক থিয়েম, নোভাক জোকোভিচ ও অ্যালেক্সান্দার জেরেভকে হারিয়ে আলোচনার ঝড় তোলা গ্রিসের তরুণ তারকা স্টেফানোস সিটসিপাস শিরোপা নির্ধারণী ম্যাচে নাদালের বিপক্ষে পেরে উঠেননি।

তাতে, নিজের জন্মদিনটিকে স্মরণীয় করে রাখা হলো না ২০ বছর বয়সী সিটসিপাসের। ২০০৮ সালের পর রজার্স কাপের আসরে প্রথম কোনো অবাছাই খেলোয়াড় হিসেবে উঠেছিলেন ফাইনালে। দ্বিতীয় সেটে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও নাদালের কাছে তিনি হেরে গেছেন ৬-২, ৭-৬ (৭-৪) গেমে। শিরোপা জেতার মধ্যদিয়ে ৩২ বছর বয়সী স্প্যানিয়ার্ড তারকা নাদাল তার ক্যারিয়ারে চতুর্থ রজার্স কাপ শিরোপা জিতলেন। আগের তিনবার জিতেছিলেন ২০০৫, ২০০৮ ও ২০১৩ সালে।

এদিকে, মন্ট্রিয়লে মেয়েদের এককে শিরোপা ঘরে তুলেছেন রোমানিয়ার সিমোনা হালেপ। যুক্তরাষ্ট্রের স্লোয়েন স্টিফেন্সকে ৭-৬ (৮-৬), ৩-৬, ৬-২ গেমে হারিয়েছেন হালেপ। শিরোপা জিততে হালেপকে লড়তে হয়েছে ২ ঘণ্টা ৪১ মিনিট। ২০১৬ সালে প্রথমবার রজার্স কাপের শিরোপা জিতেছিলেন হালেপ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন