বিজ্ঞাপন

না ফেরার দেশে চলে গেলেন ফুটবলার মনু

April 20, 2018 | 3:03 pm

স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: দীর্ঘদিন ধরে লিভার সমস্যায় জর্জরিত দেশের ফুটবলের এক সময়ের মাঠ কাঁপানো ফুটবলার মনোয়ার হোসেন মনু আর নেই। চলে গেলেন না ফেরার দেশে। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।

আজ শুক্রবার দুপুর ১২ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন দেশের এই ফুটবল নক্ষত্র। রেখে গেলেন অসংখ্য গুণগ্রাহীদের।

গত বছর জুলাই মাসে প্রথম তার লিভারে ভাইরাস ধরা পড়ে। চিকিৎসা নিচ্ছিলেন পিজি হাসপাতালে।

বিজ্ঞাপন

আশির দশকের মাঝামাঝি সময়ে ঢাকার ফুটবলে আসেন মনু। ১৯৮৬ সালের লিগে আবাহনীর বিপক্ষে প্রায় মাঝমাঠ থেকে তার একটি গোল অনেকেই স্মরণে রেখেছেন। সেই গোলেই আবাহনীকে হারিয়ে টানা তিন মৌসুম পর লিগ শিরোপা পেয়েছিল মোহামেডান।

১৯৮৭ সালে প্রেসিডেন্ট গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় চীনের গোয়াংডং ক্লাবের বিপক্ষে বাংলাদেশ সাদা দলের হয়েও তার ছিলো একটি অসাধারণ গোল। ১৯৮৭ সাল পর্যন্ত মোহামেডানে খেলেন তিনি।

বিজ্ঞাপন

১৯৮৮ সালে যোগ দেন ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাবে। সে কারণে ধীরে ধীরে শেষ হয়ে যায় তার ক্যারিয়ার।

সারাবাংলা/জেএইচ/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন